Robin Uthappa Shubman Gill: শুভমান গিলের টি-২০ দলে আসা নিয়ে এবার প্রশ্ন তুললেন রবিন উথাপ্পা? পড়ুন বিস্তারিত

Published : Sep 02, 2025, 03:38 PM IST
Robin Uthappa Shubman Gill: শুভমান গিলের টি-২০ দলে আসা নিয়ে এবার প্রশ্ন তুললেন রবিন উথাপ্পা? পড়ুন বিস্তারিত

সংক্ষিপ্ত

Robin Uthappa Shubman Gill: শুভমান গিলকে ভারতের টি-২০ দলে অন্তর্ভুক্ত করে আদতে নির্বাচকরা সমস্যা ডেকে আনলেন বলেই মন্তব্য করেছেন রবিন উথাপ্পা।

Robin Uthappa Shubman Gill: শুভমান গিলকে ভারতীয় ক্রিকেটের টি-২০ দলে অন্তর্ভুক্ত করে আদতে নির্বাচকরা বড় সমস্যা ডেকে আনলেন বলেই মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় তারকা রবিন উথাপ্পা। শুভমান গিলকে টি-২০ দলে নেওয়ার পিছনে বিসিসিআই-এর বাণিজ্যিক স্বার্থ থাকতে পারে এবং পরবর্তী সুপারস্টার হিসেবে গিলকে তুলে ধরার জন্যই এমনটা করা হয়েছে বলে উথাপ্পা নিজে তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন।

শুভমন গিলকে ভারতের টি-২০ দলে সুযোগ দিয়ে আসলে নির্বাচকরা নিজেরাই বড় সমস্যা ডেকে আনলেন। তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসকে বিবেচনা করলে দেখা যাবে, গিলকে দলে নেওয়ার সিদ্ধান্তে কিন্তু সেইভাবে কাউকে দোষ দেওয়া যাবে না। কারণ, বছরের পর বছর ধরে বিসিসিআই একজন করে ক্রিকেটীয় সুপারস্টার তৈরি করে থাকে এবং তাদের পূর্ণ সমর্থন জানায়। 

সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিসঙ্গত

সেই অর্থে দেখতে গেলে, ইতিমধ্যেই একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত গিলকে টি-২০ দলে নেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিসঙ্গত। প্রতিটি যুগেই এইভাবে তৈরি করা সুপারস্টাররাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন বলে উথাপ্পা মন্তব্য করেছেন।

তবে এই কথা ঠিক যে, গিলকে টি-২০ দলে নেওয়ার ফলে, ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনের স্থান বেশ নড়বড়ে হয়ে পড়েছে। অন্যদিকে, সহ-অধিনায়ক গিল যদি প্রথম একাদশে খেলেন, তাহলে ওপেনার সঞ্জুকে আবার বাদ পড়তে হবে। দলের অন্য আরেক ওপেনার অভিষেক শর্মা ইতিমধ্যেই প্রথম একাদশে নিজের জায়গা নিশ্চিত করে ফেলেছেন।

টি-টোয়েন্টি দলের অধিনায়কও করা হতে পারে

এদিকে গত বছরের জুন মাসে, শেষবারের জন্য টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে খেলা শুভমান গিলকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং আইপিএলে ভালো খেলার জন্য নির্বাচকরা এশিয়া কাপের দলে সুযোগ দিয়েছেন। এদিকে ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক হিসেবেও তাঁকে নিযুক্ত করা হয় বলে জানা গেছে। 

তিনটি ফরম্যাটেই একজন অধিনায়ককে রাখার যে লক্ষ্য বিসিসিআই নিয়েছে, সেটিকে বাস্তবায়িত করতে হলে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে শুভমান গিলকে টি-টোয়েন্টি দলের অধিনায়কও করা হতে পারে বলে সূত্রের খবর।

বর্তমানে গিল শুধু টেস্ট দলের অধিনায়ক। একদিনের ম্যাচে রোহিত শর্মা এবং টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।

এশিয়ানেট নিউজ লাইভ দেখতে এখানে ক্লিক করুন

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম