T20 World Cup 2026: আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন রোহিত শর্মা। আইসিসি তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করেছে।
বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আগামী ২০২৬ সালে, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে। ইতিমধ্যেই আগামী বছরের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।ভারত এবং পাকিস্তান সহ মোট ২০টি দল এই বিশ্বকাপে অংশ নেবে।
24
ভারত বনাম পাকিস্তান ম্যাচ
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এরপর হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর মাটিতে।
34
রোহিতের নেতৃত্বেই ভারত বিশ্বকাপ জেতে
এদিকে গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মাকে আইসিসি আসন্ন ২০২৬ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে। উল্লেখ্য, গত ২০২৪ সালে, রোহিতের নেতৃত্বেই ভারত বিশ্বকাপ জেতে। আর তারপরেই এই বিশেষ সম্মান।
এই সম্মানে সম্মানিত হয়ে রোহিত শর্মা জানিয়েছেন, "আমি গর্বিত। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া একটি বিরাট সম্মানের ব্যাপার। খেলার পাশাপাশি এইরকম একটি বিষয় সত্যিই প্রথম আমার জন্য। আশা করি, আমরা আবার ভালো কিছু করে দেখাব।"