প্রথম টেস্টে হারের পর, গুয়াহাটিতেও পিছিয়ে আছে ভারত। তৃতীয় দিনের শেষে, দক্ষিণ আফ্রিকা ৩১৪ রানে এগিয়ে ছিল। প্রোটিয়া ব্যাটাররা এই পিচে রান পেলেও ভারতীয়রা কেন ব্যর্থ? দক্ষিণ আফ্রিকার স্পিন এবং পেসের সামনে ভারতের এই ব্যাটিং ব্যর্থতার ৩টি কারণ কী কী হতে পারে?