রোহিতের ডিনারের প্রতিশ্রুতি কি শেষপর্যন্ত রক্ষা হল? মজার জবাব দিলেন অক্ষর

Published : Feb 25, 2025, 11:08 PM IST
রোহিতের ডিনারের প্রতিশ্রুতি কি শেষপর্যন্ত রক্ষা হল? মজার জবাব দিলেন অক্ষর

সংক্ষিপ্ত

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হওয়ার পর, অধিনায়ক রোহিত শর্মা ডিনারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁকে। 

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হওয়ার পর, অধিনায়ক রোহিত শর্মা ডিনারের প্রতিশ্রুতি দিয়েছিলেন অক্ষর প্যাটেলকে। সেই ডিনার কি তিনি আদৌ পেয়েছেন? এই প্রশ্নের উত্তরেই এবার মজার জবাব দিলেন ভারতীয় তারকা অক্ষর প্যাটেল। 

রোহিতের কাছ থেকে এখনও ডিনার পাননি এবং আগামী সপ্তাহে বিরতি থাকায় রোহিতকে ডিনারের কথা মনে করিয়ে দেবেন বলে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অক্ষর। ইতিমধ্যেই ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে এবং ব্রেকে রোহিতকে সেই বিষয়টি মনে করিয়ে দেওয়ার সুযোগ পাবেন বলে আশা করেছেন অক্ষর। বলা চলে, খুনসুটি আলাদা পর্যায়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ ফেলেন রোহিত। আর সেই বলটি অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক বল ছিল। অক্ষরের সেই হ্যাটট্রিক বলে বাংলাদেশের তারকা জাকের আলির সহজ ক্যাচ স্লিপে রোহিত শর্মা ফেলে দেন। বাংলাদেশের ইনিংসের নবম ওভারে টানা দুটি বলে তানজিদ হাসান এবং মুশফিকুর রহিমকে আউট করার পর তৃতীয় বলেই জাকের আলিকে স্লিপে রোহিতের হাতে তুলে দিয়েছিলেন অক্ষর। কিন্তু সেই ক্যাচ লুফে নিয়েও মিস করেন অধিনায়ক।

তবে সেই ক্যাচ ফেলার পর, মাঠে রাগে আছড়ে পড়েন রোহিত এবং অক্ষরের দিকে তাকিয়ে ক্ষমা চেয়েছিলেন। ম্যাচের পর এই নিয়ে প্রশ্ন করা হলে, হেসে জবাব দিয়েছিলেন রোহিত এবং বলেন অক্ষরকে নিয়ে ডিনারে যাবেন। আর এবার সেই বিষয়ে বেশ মজার জবাব দলেন অক্ষর নিজেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?