'আইসিসি-র দেওয়া টাকা ঠিকমতো খরচ করেছে পাকিস্তান?' ম্যাচ বাতিল হওয়ায় সংশয়ে মহম্মদ কাইফ

Published : Feb 25, 2025, 09:29 PM ISTUpdated : Feb 25, 2025, 10:12 PM IST
aus vs sa washout

সংক্ষিপ্ত

মঙ্গলবার চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল। এই ম্যাচ বাতিল হওয়ায় পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হয়ে যেতেই পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এদিন বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের জন্য ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। পুরো মাঠ ঢাকা ছিল না। এই কারণেই বৃষ্টি থামার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও ম্যাচ বাতিল করার কথা ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। এই ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন কাইফ। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘এটা লজ্জাজনক ঘটনা যে রাওয়ালপিন্ডির মাঠ পুরোপুরি ঢাকা নেই। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে এত গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। কারণ, কেউ এই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। আয়োজকরা কি আইসিসি-র দেওয়া টাকা ঠিকমতো ব্যবহার করেছেন?’

পাকিস্তানকে আক্রমণ কাইফের

এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মাঠ যদি পুরো ঢাকা থাকত, তাহলে বৃষ্টি থামার পর হয়তো ম্যাচ শুরু করা যেত। কিন্তু পুরো মাঠ ঢাকা না থাকায় ম্যাচ শুরু করা সম্ভব হল না। কাইফের সন্দেহ, আইসিসি-র তহবিলের অপব্যবহার করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। তাঁরা পরিকাঠামোর উন্নতিতে পুরো টাকা খরচ করেননি। কাইফ সোশ্যাল মিডিয়া পোস্টে এই সন্দেহ প্রকাশ করার পর ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

 

 

গ্রুপ বি-তে আকর্ষণীয় পরিস্থিতি

মঙ্গলবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দল এক পয়েন্ট করে পেল। এর ফলে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট সমান থাকলেও, নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ও আফগানিস্তান পয়েন্ট পায়নি। বুধবার শেষের দুই দলের ম্যাচ। যে দল এই ম্যাচে জয় পাবে তারা সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকবে এবং অপর দল ছিটকে যাবে। সেক্ষেত্রে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রুপ এ থেকে কোন দুই দল সেমি-ফাইনাল খেলবে, তা স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল-এ খেলে রোজগার করতে হবে, ভারত অন্যায্য সুবিধা পাচ্ছে বলার পরেই বয়ান বদল কামিন্সের

'এই দল নিয়ে ধোনির পক্ষেও কিছু করা সম্ভব হবে না,' কটাক্ষ পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের

 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা