Rohit Sharma: ক্যাপ্টেন্সি হারিয়ে প্রথমবারের জন্য মুখ খুললেন রোহিত, কী বলছেন এই তারকা?

Published : Oct 08, 2025, 09:47 AM IST
Rohit Sharma ODI Captaincy

সংক্ষিপ্ত

Rohit Sharma: ভালো পারফর্ম করতে চান আসন্ন সিরিজে। সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। সেইসঙ্গে, আত্মবিশ্বাসকে সঙ্গী করেই উড়ে যাবেন অজিভূমে। 

Rohit Sharma: আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকে তিনি আর ভারতীয় ক্রিকেট দলের একদিনের অধিনায়ক নন (india vs australia series 2025)। বিসিসিআই-এর নির্বাচকরা রোহিত শর্মার বদলে শুভমান গিলকে একদিনের দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে এনেছেন (india squad for australia odi series 2025)। 

রোহিত শর্মা কী বলছেন?

যে বিষয়টি নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা চলছে। কেউ বলছেন, একটু তাড়াতাড়ি হয়ে গেল এই সিদ্ধান্তটা। কারও মতে আবার, একদমই উচিৎ হয়নি। কেউ কেউ আবার বলছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে উপযুক্ত সিদ্ধান্ত। কিন্তু রোহিত শর্মা কী বলছেন?

 

 

এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি। রোহিতের কথায়, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে বরাবর ভালোবাসি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলাও বেশ উপভোগ করি। তাছাড়া অস্ট্রেলিয়ার লোকজন ক্রিকেট খুব ভালোবাসেন।’’ মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মন্তব্য করলেও, নিজের অধিনায়কত্ব হারানো নিয়ে একটি শব্দও খরচ করেননি রি তারকা ক্রিকেটার। 

তিন ম্যাচের সিরিজ়

ভালো পারফর্ম করতে চান আসন্ন সিরিজে। সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। সেইসঙ্গে, আত্মবিশ্বাসকে সঙ্গী করেই উড়ে যাবেন অজিভূমে। আগামী ১৯ অক্টোবর পার্থে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজ়। এরপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং তৃতীয় তথা শেষ ম্যাচটি খেলা হবে ২৫ অক্টোবর সিডনিতে। 

এই সিরিজ়ে রোহিত ছাড়াও মাঠে নামবেন বিরাট কোহলি। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তারা আর ভারতের জার্সি গায়ে মাঠে নামেননি। 

একদিনের দলঃ শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম