IND vs ZIM: দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারপরেও ভারতের জার্সিতে কেন জোড়া তারা নেই?

Published : Jul 06, 2024, 11:57 PM ISTUpdated : Jul 07, 2024, 12:32 AM IST
IND vs ZIM 1st T20I

সংক্ষিপ্ত

ভারতীয় দলের জিম্বাবোয়ে সফর বেশিরভাগ সময়ই ঘটনাবহুল হয়। এবারের জিম্বাবোয়ে সফরও ব্যতিক্রম নয়। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে একাধিক ঘটনা ভারতীয় দলের বিপক্ষে গেল।

ক্রীড়া দুনিয়ায় জার্সিতে তারা বিশেষ মর্যাদার। যে কোনও খেলাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জার্সিতে তারা থাকে। যে দল যতবার চ্যাম্পিয়ন হয়েছে, ততগুলি তারা থাকে। ফলে ভারতীয় দল দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় জার্সিতে জোড়া তারা থাকবে। কিন্তু শনিবার ভারত-জিম্বাবোয়ে ম্যাচে শুবমান গিল, রিঙ্কু সিংরা যে জার্সি পরে খেললেন, সেই জার্সির বুকে একটাই তারা দেখা গেল। এই ঘটনা কারও নজর এড়ায়নি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারতের জার্সির ছবি। ক্রিকেটপ্রেমীরা বিসিসিআই-এর এই ভুল নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকেই এই ঘটনার সমালোচনা করছেন।

কেন ভারতীয় দলের জার্সিতে একটাই তারা?

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দল যে জার্সি পরে খেলছে, তা টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগেই তৈরি হয়েছে। এই কারণে জার্সিতে একটাই তারা আছে। সেই জার্সি নিয়েই জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারতীয় দল। সিরিজের প্রথম ম্যাচের আগে নতুন জার্সি পাঠানো সম্ভব হয়নি। ভারতীয় দল দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বুধবার পর্যন্ত বার্বাডোজেই আটকেছিল। হারিকেন বেরিলের দাপট কমার পর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ওয়েস্ট ইন্ডিজে আটকে থাকা দলকে দেশে ফেরানো এবং সংবর্ধনা নিয়ে ব্যস্ত ছিলেন বিসিসিআই কর্তারা। এই কারণে জিম্বাবোয়ে সফরে জার্সি বদলানো হয়নি। তবে পরবর্তীকালে নতুন জার্সি পরেই খেলবে টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে সম্ভবত জার্সি বদলানো হচ্ছে না।

হার দিয়ে জিম্বাবোয়ে সফর শুরু ভারতের

শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৩ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। এই সিরিজে আরও ৪ ম্যাচ বাকি। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুবমানদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত রাধিকার সঙ্গীত অনুষ্ঠানেই রোহিতদের সংবর্ধনা, দেখুন ভিডিও

IND vs ZIM: ডোবালেন ব্যাটাররা, জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে লজ্জার হার ভারতের

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম