
Royal Challengers Bengaluru: মালিকানা বদল হচ্ছে গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (royal challengers bangalore owner net worth)। সূত্রের খবর, ইতিমধ্যেই দল বিক্রির প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। বিরাট কোহলিদের মালিকানা যাচ্ছে কার হাতে (royal challengers bangalore owner 2026)?
জানা যাচ্ছে, এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে। উল্লেখ্য, হোমবেল ফিল্মসের প্রধান ব্যবসা হল সিনেমা। এর আগে অবশ্য তারা কখনোই খেলাধুলোয় বিনিয়োগ করেনি।
তবে চলচ্চিত্র জগতে কিন্তু দারুণভাবেই সফল এই কন্নড় প্রোডাকশন হাউজটি। কেজিএফ, কান্তারা এবং সালারের মতো ব্লকবাস্টার ছবির নির্মাণের অন্যতম কারিগর এই সংস্থাটি। ৩ হাজার কোটি টাকার মালিক হোমবেল ফিল্মস অবশ্য আগে থেকেই আরসিবির সঙ্গে যুক্ত রয়েছে।
কারণ, ২০২৩ সাল থেকে ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং এবং ক্যাম্পেইনের দিকটি এই সংস্থাই দেখে আসছে। এই সংস্থার দুই মালিক হলেন বিজয় কিংগাদুড় এবং চালুভে গৌড়া। তবে তারা বেঙ্গালুরুর পুরো মালিকানা কিনছেন না।
প্রসঙ্গত, ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর, ২০২৫ সালে এসে প্রথম আইপিএল ট্রফি জয় করে আরসিবি। শুধু তাই নয়, গত বছরের উইমেন্স প্রিমিয়ার লিগেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়। বর্তমান মালিকানা যাদের হাতে রয়েছে, তারা চাইছে অন্য কারোর কাছে আরসিবির পুরুষ এবং মহিলা দল দুটিই বিক্রি করে দিতে।
বিক্রির জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার দাম রাখা হয়েছে আরসিবির। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায়, ১৭ হাজার কোটি টাকা! একাধিক সংস্থা আগ্রহ দেখালেও আংশিকভাবে আরসিবি বিক্রি হচ্ছে ঐ প্রোডাকশন হাউজের হাতেই। জানা যাচ্ছে, এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে। কেজিএফ, কান্তারা এবং সালারের মতো ব্লকবাস্টার ছবির নির্মাণের অন্যতম কারিগর এই সংস্থাটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।