Royal Challengers Bangalore owner: আইপিএল জিতেই হাতবদল হচ্ছে আরসিবি! ১৭ হাজার কোটি টাকায় বিক্রি হবে কোহলিদের দল?

Published : Jun 10, 2025, 08:33 PM ISTUpdated : Jun 10, 2025, 09:41 PM IST
RCB Team with title

সংক্ষিপ্ত

Royal Challengers Bangalore owner:

Royal Challengers Bangalore owner: ২০২৫ সালের আইপিএল ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই মেগা প্রতিযোগিতা জয়ের পরেই হাতবদল হচ্ছে মালিকানার। শোনা যাচ্ছে, মোট ১৭ হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি হতে পারে বিরাট কোহলিদের দল। 

ঠিক ৭ দিন আগে প্রথম বার আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

তবে তার মধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে দলের মালিকানা বদল নিয়ে। জানা যাচ্ছে, মালিকানা বদল হতে পারে আরসিবি-র। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এই দলকে কিনতে আগ্রহ দেখিয়েছে বলে খবর। সূত্রের খবর, ১৭ হাজার কোটি টাকায় বিক্রি হতে পারে বেঙ্গালুরু।

প্রসঙ্গত, আইপিএল-এর শুরুতে বেঙ্গালুরু দলের মালিক ছিলেন বিজয় মালিয়া। কিন্তু আর্থিক প্রতারণার পর দেশ ছেড়ে দেন তিনি। ফলে, মালিকানা বদল হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এরপর সেই দল কিনে নেয় ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘দিয়াজিও’। ভারতে থাকা মালিয়ার সবকটি সংস্থাকেই কিনে নেয় তারা। এখনও আপাতত তারাই মালিক রয়েছে। ভারতে ‘দিয়াজিও’-এর ব্রাঞ্চ ‘ইউনাইটেড স্পিরিটস লিমেটেড’ এখন বেঙ্গালুরুর দায়িত্বে। 

জানা যাচ্ছে, এবার বেঙ্গালুরু আইপিএল জেতার ফলে স্বাভাবিকভাবেই দলের শেয়ার অনেকটা বেড়েছে। আর সেই কারণেই, অন্তত ১৭ হাজার কোটি টাকা না পেলে তারা দল বিক্রি করবে না বলে জানিয়ে দিয়েছে। যদি মালিকানা বদল হয়, তাহলে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় কোনও দল কেনার রেকর্ড হবে এটি।

তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে, আপাতত আলোচনা চলছে

ঠিক কোন কোন সংস্থা বেঙ্গালুরুর মালিকানা কিনতে চাইছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদি ‘দিয়াজিও’ গোষ্ঠীর পছন্দ না হয়, তাহলে অবশ্য দল ছাড়বে না তারা। সেক্ষেত্রে শেষ মুহূর্তে মালিকানা নিজেদের হাতেও রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এই পানীয় প্রস্তুতকারক সংস্থা।

ভারতীয় ক্রিকেটে ক্রমাগত বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। কারণ, এই বিনিয়োগ করে তার থেকে অনেক বেশি মুনাফা লাভ করছেন ব্যবসায়ীরা। তাই দেশের বড় বড় শিল্পপতিরা ক্রিকেটের দিকে ঝুঁকছেন বেশি করে। মুকেশ অম্বানী, সঞ্জীব গোয়েঙ্কাদের মতো প্রথম সারির শিল্পপতিদের পাশাপাশি আরও অনেকে এগিয়ে আসছেন ক্রিকেটে বিনিয়োগ করতে। অনেক সময় একা না পারলে একসঙ্গে কয়েকজন শিল্পপতি মিলে দল কেনার চেষ্টা করছেন। 

আইপিএলে যেমন মুম্বই, লখনউ এবং চেন্নাই বাদে প্রায় সব দলের ক্ষেত্রেই একাধিক মালিক রয়েছেন। বেঙ্গালুরুতেও সেই ছবি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুরো বিষয়টাই রয়েছে আপাতত আলোচনার স্তরে। এখন দেখার বিষয় এটাই যে, শেষপর্যন্ত ঠিক কী হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা