
Shreyas Iyer Injury: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পান শ্রেয়স আইয়ার (shreyas iyer injury)। আর তারপরেই তাঁকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করতে হয় (shreyas iyer health update)।
শেষ খবর পাওয়া অনুযায়ী, আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন এই ভারতীয় ব্যাটার। চিকিৎসকেরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। কিন্তু এই সময়, তাঁর পরিবারের পাশে থাকা খুবই জরুরি। তাই কালবিলম্ব না করে, শ্রেয়সের বাবা-মাকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই কর্তারা চাইছেন শ্রেয়সের বাবা-মা যেন খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া পৌঁছতে পারেন। প্রসঙ্গত, শ্রেয়সের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও কিছুটা উদ্বেগজনক। পাঁজরের হারে চোট লাগে শ্রেয়সের। তার ফলেই, অভ্যন্তরীন রক্তক্ষরণ শুরু হয়।। আরও দুদিন তাঁকে আইসিইউতেই পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই শ্রেয়স আইয়ারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা দল তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে বিসিসিআই-এর মেডিক্যাল টিম জানিয়েছে, ‘‘শ্রেয়সের চোটের জায়গার স্ক্যান করা হয়েছে। ওর প্লীহায় ক্ষত রয়েছে। তবে চিকিৎসা চলছে। শ্রেয়সের পরিস্থিতি আপাতত স্থিতিশীল। এমনকি, কিছুটা উন্নতিও হয়েছে। সিডনি এবং ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলছে তারা। পরামর্শ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় দলের চিকিৎসক শ্রেয়সের সঙ্গেই রয়েছেন। তিনিও পরিস্থিতির দিকে নজর রাখছেন।"
অপরদিকে, বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘‘শ্রেয়সের বাবা-মাকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানোর সমস্ত চেষ্টা করা হচ্ছে। তবে বাবা-মা দুজনই একসঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে হাসপাতালে শ্রেয়সের কাছে পরিবারের কারও এক জনের থাকা খুবই দরকার। রবিবারই শ্রেয়সের বোনের সিডনি যাওয়ার কথা ছিল। তাঁর কাগজপত্রের কাজও হয়ে গেছিল। কিন্তু শ্রেয়সের বাবা-মায়ের মধ্যে একজন তাঁর সঙ্গে যাবেন। তাই শ্রেয়সের বোন রবিবার যেতে পারেননি।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।