IND vs NZ Series 2026: আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ে দলে আসছেন শ্রেয়স আইয়ার! খেলবেন বিজয় হজারে ট্রফিতেও?

Published : Dec 29, 2025, 04:08 PM IST
IND vs NZ Series 2026: আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ে দলে আসছেন শ্রেয়স আইয়ার! খেলবেন বিজয় হজারে ট্রফিতেও?

সংক্ষিপ্ত

IND vs NZ Series 2026: সেই চোট সারিয়ে আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ে দলে ফিরছেন শ্রেয়স আইয়ার। আর সেই কারণেই, প্রস্তুতির জন্য বিজয় হজারে ট্রফিকে বেছে নিলেন তিনি। তবে আপাতত অপেক্ষা করতে হবে বিসিসিআই-এর দল ঘোষণার।

IND vs NZ Series 2026: শ্রেয়স আইয়ার ফিরছেন ভারতীয় দলে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ে চোট পেয়ে ছিটকে গেছিলেন এই তারকা (ind vs nz series 2026 squad)। স্বাভাবিকভাবেই, খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা সিরিজ় এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ind vs nz 2026 odi series)। 

এবার সেই চোট সারিয়ে আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ে দলে ফিরছেন শ্রেয়স আইয়ার। আর সেই কারণেই, প্রস্তুতির জন্য বিজয় হজারে ট্রফিকে বেছে নিলেন তিনি। তবে আপাতত অপেক্ষা করতে হবে বিসিসিআই-এর দল ঘোষণার।

বিসিসিআই-এর এক্সেলেন্স সেন্টারে রিহ্যাবে রয়েছেন শ্রেয়স

এই মুহূর্তে বেঙ্গালুরুতে বিসিসিআই-এর এক্সেলেন্স সেন্টারে রিহ্যাবে রয়েছেন শ্রেয়স আইয়ার।আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত, সেখানেই থাকবেন তিনি। তারপর ২ জানুয়ারি, জয়পুরে মুম্বই দলের সঙ্গে যোগ দেবেন। 

জানা যাচ্ছে, আগামী ৩ এবং ৬ জানুয়ারি, মুম্বইয়ের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলার সম্ভাবনা রয়েছে শ্রেয়সের। এরপর ভারতের দল ঘোষণা হলে তিনি জাতীয় শিবিরে যোগ দেবেন। তবে শ্রেয়স আইয়ার বিজয় হজারে ট্রফিতে কটি ম্যাচ খেলবেন, তা নির্ভর করে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর। 

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “শ্রেয়সকে নিয়ে আমরা এখনও অবধি ইতিবাচক কথাবার্তাই শুনতে পাচ্ছি। মুম্বইয়ের হয়ে ২টি ম্যাচ খেলার কথা রয়েছে ওর। তবে সবটাই বোর্ডের অনুমতির উপর নির্ভর করছে। হয়ত শ্রেয়স খেলবে। কারণ, নেটে এখন ও অনায়াসে ব্যাটিং করছে।"

আসলে বিসিসিআই-ও মনে করছে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়সকে হটাৎ করে নামিয়ে দেওয়া ঠিক হবে না। তাই প্রস্তুতির জন্য তার আগে তাঁকে বিজয় হাজারেতে দুটি ম্যাচ খেলার অনুমতি দিতে পারে বোর্ড। 

রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে শ্রেয়স

তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে, শ্রেয়স দলে ফিরলে মিডল অর্ডার আরও অনেকটা শক্তিশালী হবে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে এই জায়গায় খেলেন রুতুরাজ গায়কোয়াড়। তবে শ্রেয়স সুস্থ হয়ে যাওয়ায়, রুতুরাজের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। 

বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে শ্রেয়স এবার স্কোয়াডে যোগ দিলে, দল আরও শক্তিশালী হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SA20 League: ১ কোটি টাকার ক্যাচ? এক হাতে ক্যাচ ধরে রাতারাতি কোটিপতি হলেন গ্যালারিতে বসে থাকা ক্রিকেট ফ্যান
IND vs SL Women T20: ইতিহাসের পাতায় নাম লেখালেন স্মৃতি মান্ধানা! ১০,০০০ রানের ক্লাবে দ্বিতীয় ভারতীয় মহিলা