
Shubman Gill: টেস্ট ক্রিকেট ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে ব্যাট করতে নেমেই দুর্দান্ত পারফর্ম করলেন শুভমান গিল। তাঁর নেতৃত্বেই অনবদ্য লড়াই করে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া।
আর এবার আরও বড় কীর্তি গড়ে ফেললেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। জুলাই মাসে, আইসিসি-র সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন এই ভারতীয় তারকা। সেই সুবাদেই প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড় গেললেন তিনি।
মোট পাঁচটি টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪ এবং গড় ৮৩.৭৮। যার মধ্যে আবার রয়েছে চারটি সেঞ্চুরি। গিলের ঝুলিতে সর্বোচ্চ রান ২৬৯। শুধু জুলাই মাসের হিসেব যদি ধরা যায়, তাহলে তিনটি টেস্টে মোট ৫৬৭ রান করেছেন শুভমান গিল। ব্যাটিং গড় ৯৪.৫০। আর এই মাসেই মাত্র একটি টেস্টে করেছেন মোট ৪৩০ রান। অতএব, বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চারশোরও বেশি রান করার নজির গড়ে ফেলেছেন তিনি।
সেইসঙ্গে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শুভমান গিলের অধিনায়কত্বও কিন্তু বেশ নজর কেড়েছে সবার। কার্যত, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলে প্রচুর তরুণ ক্রিকেটার ছিলেন, তাদেরও পাশে দাঁড়িয়েছেন গিল। এমনকি, দলের প্রয়োজনে আম্পায়ারদের মুখের উপর কথাও বলেছেন সতীর্থদের ক্যাপ্টেন হিসেবে।
তবে শুভমান গিল ছাড়াও আইসিসি-র ম্যাচের সেরার পুরস্কারের দৌড়ে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মুলডার। উল্লেখ্য, বেন স্টোকস গত জুলাই মাসে, টেস্ট ক্রিকেটে করেছেন ২৫১ রান এবং গড় ৫০.২০। এমনকি, ঝুলিতে ১২টি উইকেটও রয়েছে। অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন প্রোটিয়া ব্যাটার মুলডার। গত জুলাই মাসে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক করেন মোট ৫৩১ রান। সঙ্গে আবার ৭টি উইকেটও পান। কিন্তু তাদের দুজনকে টপকে শুভমান গিলকেই সেরা হিসেবে বেছে নিয়েছে আইসিসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।