BCCI President Election: ভারতীয় ক্রিকেটের শীর্ষ পদে ফিরবেন সৌরভ? অমিত শাহের বাড়িতে জরুরি বৈঠক

Published : Sep 20, 2025, 10:55 AM IST
BCCI President Election: ভারতীয় ক্রিকেটের শীর্ষ পদে ফিরবেন সৌরভ? অমিত শাহের বাড়িতে জরুরি বৈঠক

সংক্ষিপ্ত

BCCI President Election: বিসিসিআই এবং বিজেপির অন্দরে একটি বিষয় চলছে। অনেকেই চাইছেন, আরও একবার বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভকে সুযোগ দেওয়া হোক। সেইরকমই জোরালো কিছু মতামত রয়েছে।

BCCI President Election: বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট কে হবেন? সেইসঙ্গে, অন্যান্য কারা দায়িত্বে আসবেন, তা এবার স্পষ্ট হয়ে যেতে পারে (Indian cricket board politics)। কারণ, এই বিষয়ে শনিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে একটি জরিরি বৈঠক ডাকা হয়েছে। জানা গেছে, সেই বৈঠকে বিসিসিআই-এর শীর্ষ কর্তারা ছাড়াও বিজেপি নেতারা অংশ নেবেন। সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম কিন্তু অনেকেই এগিয়ে রাখছেন (bcci president 2025)। 

বিসিসিআই এবং বিজেপির অন্দরে একটি বিষয় চলছে। অনেকেই চাইছেন, আরও একবার বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভকে সুযোগ দেওয়া হোক। সেইরকমই জোরালো কিছু মতামত রয়েছে। তবে মহারাজ ছাড়াও হরভজন সিং, রঘুরাম ভাট এবং কিরণ মোরের মতো নামও বিবেচনায় উঠে এসেছে। শোনা যাচ্ছে, তাদেরকে বিসিসিআই-এর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করা হতে পারে।

 

 

ভারতীয় ক্রিকেটের শীর্ষে কি আবার ফিরবেন মহারাজ?

ঠিক তিন বছর আগে, অমিত শাহের বাড়িতে এমনই এক বৈঠকের পর, সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে সভাপতি পদে আরও তিন বছর থাকার সুযোগ থাকলেও, তৎকালীন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের তীব্র সমালোচনার জেরেই সৌরভকে পদ ছাড়তে হয় এবং রজার বিনি বিসিসিআই সভাপতি হন। তবে এখন পরিস্থিতি অনেকটাই আবার সৌরভের অনুকূলে। 

উল্লেখ্য, সম্প্রতি সিএবি-র সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সৌরভকে ফের একবার বিসিসিআই সভাপতির পদের জন্য বিবেচনা করা হবে কিনা, তা নিয়ে একটা কৌতূহল রয়েছে অনেকেরই।

আবার এটাও ঠিক যে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং হরভজন সিংকে আদৌ একই সময়ে গুরুত্বপূর্ণ পদে বিবেচনা করা হবে কিনা, সেটাও দেখার বিষয়। এর আগে গত ২০১৯-২০২২ পর্যন্ত, বিসিসিআই-এর সভাপতি ছিলেন সৌরভ। তবে শোনা যাচ্ছে, এই বৈঠকের আগে সৌরভের পাল্লা অনেকটাই ভারী। বাকিটা উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম