ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে শুরুটা ভালো করলেও, দ্বিতীয় ম্যাচেই হেরে গেল ভারতীয় দল। ফলে সিরিজ এখন ১-১।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩ উইকেটে হেরে গেল ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১২৪ রান করে ভারতীয় দল। ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে জয় পেল দক্ষিণ আফ্রিকা। লো-স্কোরিং ম্যাচে ভালো বোলিং করলেন বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোইরা। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন বরুণ। ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন রবি। ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। আবেশ খান, হার্দিক পান্ডিয়া উইকেট পেলেন না। আর্শদীপ অনেক রান দেওয়া সত্ত্বেও অক্ষর প্যাটেলকে মাত্র ১ ওভার বোলিং করানো হল। সূর্যকুমার যাদব কেন এই সিদ্ধান্ত নিলেন স্পষ্ট নয়।
ট্রিস্টান স্টাবসের লড়াই
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন ট্রিস্টান স্টাবস। তিনি ৪১ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। ওপেনার রিজা হেনড্রিকস করেন ২৪ রান। অপর ওপেনার রায়ান রিকেলটন করেন ১৩ রান। ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন জেরাল্ড কোটজি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম করেন ৩ রান। শেষপর্যন্ত লড়াই করেন ভারতের বোলাররা। কিন্তু স্টাবসের লড়াইয়ের সুবাদে জয় পেল দক্ষিণ আফ্রিকা।
ব্যাটিং ব্যর্থতায় হার ভারতের
এদিন ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান হার্দিক। তিনি ৪৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ২১ বলে ২৭ রান করেন অক্ষর। ২০ বলে ২০ রান করেন তিলক ভার্মা। এই সিরিজের প্রথম ম্যাচে শতরান করা সঞ্জু স্যামসন এদিন ৩ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার করেন মাত্র ৪ রান। ব্যাটারদের ব্যর্থতার জন্যই হেরে গেল ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিফলে ধ্রুব জুরেলের লড়াই, অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারতীয় এ দল
ডারবানে ঝোড়ো শতরান সঞ্জু স্যামসনের, ভাঙলেন রোহিত শর্মা, যুবরাজ সিংয়ের রেকর্ড
সঞ্জুর শতরানের পর স্পিনারদের দাপট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের