সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলে একাধিক বদল হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা অবসর নিয়েছেন। তবে পরিবর্ত ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৬১ রানে জয় পেল ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার সঞ্জু স্যামসনের ঝোড়ো শতরানের সুবাদে ৮ উইকেটে ২০২ রান করে ভারত। জবাবে ১৪১ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতের স্পিনারদের সামনে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা অসহায় হয়ে পড়লেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের তারকা সঞ্জু স্যামসন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন লেগস্পিনার রবি বিষ্ণোই। ২.৫ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন আবেশ খান। ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে জয় পেলে সিরিজ জয়ের দিকে এগিয়ে যাবে ভারতীয় দল।

সঞ্জুর অসাধারণ ব্যাটিং

ডারবানের কিংসমিডে অসাধারণ ব্যাটিং করলেন সঞ্জু। তিনি ৪৭ বলে শতরান পূর্ণ করেন। শেষপর্যন্ত ৫০ বলে ১০৭ রান করে আউট হন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি ৭টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার অভিষেক শর্মা করেন ৭ রান। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ২১ রান। তিলক ভার্মা ১৮ বলে ৩৩ রান করেন। হার্দিক পান্ডিয়া করেন ২ রান। রিঙ্কু সিং করেন ১১ রান। অক্ষর প্যাটেল করেন ৭ রান। ৫ রান করে অপরাজিত থাকেন আর্শদীপ। বিষ্ণোই করেন ১ রান।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতা

দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ২৫ রান করেন হেইনরিক ক্লাসেন। ওপেনার রায়ান রিকেলটন করেন ২১ রান। জেরাল্ড কোটজি করেন ২৩ রান। ডেভিড মিলার করেন ১৮ রান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাবা হচ্ছেন কে এল রাহুল, স্ত্রী আথিয়া শেট্টি দিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর

অস্ট্রেলিয়া সফরের আগে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে অবকাশ যাপন, দক্ষিণ ভারতীয় খাবারে মজে বিরাট কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারতীয় দল? কী জানালেন পিসিবি প্রধান?