কেপটাউনে পাকিস্তানকে দুরমুশ করল দক্ষিণ আফ্রিকা, ১০ উইকেটে জয় প্রোটিয়াদের

Published : Jan 06, 2025, 10:41 PM IST
কেপটাউনে পাকিস্তানকে দুরমুশ করল দক্ষিণ আফ্রিকা, ১০ উইকেটে জয় প্রোটিয়াদের

সংক্ষিপ্ত

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৭.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা ধবলধোলাই করেছে। কেপটাউনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে দশ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে ফলো-অনে পাঠানোর পর ৫৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। স্কোর: দক্ষিণ আফ্রিকা ৬১৫ এবং ৬১, পাকিস্তান ১৯৪ এবং ৪৭৮। এর ফলে দুই টেস্টের সিরিজ দক্ষিণ আফ্রিকা ধবলধোলাই করে। এর আগে প্রথম ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করেছিল।

ছোট্ট জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৭.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। ডেভিড বেডিংহ্যাম (৪৭), এইডেন মার্করাম (১৪) অপরাজিত থাকেন। ফলো-অনের পর দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের (১৪৫) ইনিংসই দলকে বড় স্কোর এনে দেয়। বাবর আজম (৮১), সালমান আগা (৪৮), মোহাম্মদ রিজওয়ান (৪১) ভালো খেলেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানানোর মতো জয়ের লক্ষ্য দিতে পারেনি পাকিস্তান। খুররম শেহজাদ (১৮), কামরান গোলাম (২৮), সাউদ শাকিল (২৩), আমির জামাল (৩৪), মীর হামজা (১৬) আউট হওয়া অন্যান্য ব্যাটসম্যান। মোহাম্মদ আব্বাস (০) অপরাজিত থাকেন। সাইম আইয়ুব অবসর নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস ১৯৪ রানে শেষ হয়। তিন উইকেট নেওয়া কাগিসো রাবাদা, দুটি করে উইকেট নেওয়া কুইন্টন ডি কক, কেশব মহারাজ পাকিস্তানকে ধ্বংস করে দেন। ৫৮ রান করা বাবর আজম পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার। মোহাম্মদ রিজওয়ান ৪৬ রান করেন। কামরান গোলাম (১২), সালমান আগা (১৯), আমির জামাল (১৫), খুররম শেহজাদ (১৪), মীর হামজা (১৩) দুই অঙ্কের রান করেন।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে রায়ান রিকেলটন (২৫৯), টেম্বা বাভুমা (১০৬), কাইল ভেরেইন (১০০) এর ইনিংস দলকে বিশাল স্কোর এনে দেয়। মার্কো জানসেন (৬০), কেশব মহারাজ (৪০) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!