যাঁর নামে ট্রফি তাঁকেই পুরস্কার দেওয়ার সময় ডাকা হল না! সিরিজ জিতে ফের অসভ্যতা অস্ট্রেলিয়ার

ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ানদের অভব্যতা নতুন কিছু নয়। অতীতে বারবার এই ঘটনা দেখা গিয়েছে। রবিবার সিডনি টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর একই ঘটনা দেখা গেল।

মাঠে পারফরম্যান্স ভালো হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ানদের যে ক্রীড়াসুলভ মানসিকতা নেই সেটা ফের বোঝা গেল। রবিবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সুনীল গাভাসকরের প্রতি অসম্মান প্রদর্শন করা হল। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ট্রফি গাভাসকর ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যালান বর্ডারের নামে। এদিন ধারাভাষ্যকার হিসেবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই ছিলেন গাভাসকর। অথচ তাঁর নামে ট্রফির নামকরণ হওয়া সত্ত্বেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকেই আমন্ত্রণ জানানো হল না। ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় অতীতেও গাভাসকরের প্রতি অসম্মান প্রদর্শন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারও একই ঘটনা দেখা গেল। ভারতীয় ক্রিকেটাররা খারাপ পারফরম্যান্স দেখিয়ে সিরিজ খুইয়েছেন। তারপর কিংবদন্তি গাভাসকরের সঙ্গে অভদ্রতা করা হল। সবমিলিয়ে ভারতীয় শিবিরে অস্বস্তির আবহ।

ভারতীয় বলে অপমানিত গাভাসকর!

Latest Videos

রবিবার সিডনিতে শুধু বর্ডারকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন। মাঠের বাইরে থেকে সেই দৃশ্য দেখতে হল গাভাসকরকে। তিনি এই ঘটনায় অপমানিত বোধ করছেন। এই কিংবদন্তি বলেছেন, তিনি ভারতীয় বলেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পাননি। বন্ধু বর্ডারের সঙ্গে তিনিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে ভালো হত বলে মনে করেন গাভাসকর। তিনি বলেছেন, 'পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারলে আমার ভালো লাগত। এটা বর্ডার-গাভাসকর ট্রফি এবং এটা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। আমি মাঠে ছিলাম। অস্ট্রেলিয়া জিতেছে বলে পুরস্কার দিতে আমার কোনও আপত্তি ছিল না। ওরা ভালো খেলেছে বলেই জিতেছে। এতে আমার কোনও সমস্যা নেই। কিন্তু আমি ভারতীয় বলেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল না। আমার ভালো বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে ট্রফি তুলে দিতে পারলে ভালো লাগত।'

ক্রিকেট অস্ট্রেলিয়ার অভব্যতা

ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণে হতাশ ও ক্ষুব্ধ গাভাসকর জানিয়েছেন, 'সিরিজ শুরু হওয়ার আগেই আমাকে বলা হয়েছিল, পরিস্থিতি অনুযায়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি ঠিক করা হবে। ভারতীয় দল যদি সিরিজ জিততে বা ড্র করতে না পারে, তাহলে আমাকে দরকার হবে না। আমি এই ঘটনায় দুঃখ পাইনি। তবে একটু বিচলিত হয়ে পড়েছি। এই সিরিজের জন্য যে ট্রফি দেওয়া হয় তার নাম বর্ডার-গাভাসকর ট্রফি। এই কারণে আমাদের দু'জনেরই পুরস্কার দেওয়ার সময় থাকা উচিত ছিল।'

খারাপ পারফরম্যান্স দেখিয়ে হার ভারতের

এবারের বর্ডার-গাভাসকর ট্রফির শুরুটা দারুণভাবে করেছিল ভারতীয় দল। পারথে সিরিজের প্রথম ম্যাচে দলে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা। সেই ম্যাচে ২৯৫ রানে জয় পায় জসপ্রীত বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে দলে ফেরেন রোহিত। এরপরেই ছন্দ হারায় ভারতীয় দল। অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। দ্য গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হয়। বাকি দুই ম্যাচ জিততে পারলে ভারতীয় দলের কাছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের সুযোগ থাকত। কিন্তু মেলবোর্ন ও সিডনিতে লজ্জাজনক পারফরম্যান্স দেখিয়ে হেরে গেল ভারত। মেলবোর্নে চতুর্থ টেস্টে ১৮৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া। এরপর সিডনিতে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৬ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। ফলে সিরিজের ফল হল ৩-১। ফলে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের সুযোগ হারাল ভারতীয় দল। এই ব্যর্থতার পর অধিনায়কত্ব হারাতে পারেন রোহিত। তিনি আর হয়তো টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাবেন না। ওডিআই দল থেকেও বাদ পড়তে পারেন রোহিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সিডনি টেস্টে আড়াই দিনে লজ্জার হার, এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের

প্রথমবার ভারতকে ছাড়া হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সন্ধিক্ষণের মুখে ভারতীয় ক্রিকেট

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নেতৃত্বে কে থাকবেন? দলে থাকবেন রোহিত?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News