South Africa: বিশ্বক্রিকেটে নয়া রেকর্ড! ছোটদের একদিনের ম্যাচে ডবল সেঞ্চুরি এই দক্ষিণ আফ্রিকার তারকার

Published : Jul 26, 2025, 08:35 PM IST
South Africa: বিশ্বক্রিকেটে নয়া রেকর্ড! ছোটদের একদিনের ম্যাচে ডবল সেঞ্চুরি এই দক্ষিণ আফ্রিকার তারকার

সংক্ষিপ্ত

South Africa: দক্ষিণ আফ্রিকার জোরিচ ভ্যান শালকউইক অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে ম্যাচে ডবল সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার। যিনি ইতিমধ্যেই নয়া রেকর্ড গড়ে ফেলেছেন। 

South Africa: দক্ষিণ আফ্রিকার জোরিচ ভ্যান শালকউইক গড়লেন নয়া রেকর্ড। অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে ম্যাচে ডবল সেঞ্চুরি হাঁকানো প্রথম ক্রিকেটার। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে এই নতুন মাইলফলকটি স্পর্শ করলেন তিনি। ভ্যান শালকউইক মাত্র ১৫৩ বলে ১৯টি চার এবং ছয়টি ছক্কার মধ্য দিয়ে ২১৫ রান করেন। তাঁর এই ইনিংসের দৌলতে দক্ষিণ আফ্রিকা ৩৮৫ রান তোলে। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি সর্বোচ্চ স্কোর কোনও একটি দলের হয়ে।

ভারতের বৈভব সূর্যবংশী কয়েকদিন আগেই যুব ওয়ানডেতে ২০০ রান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার ঠিক কয়েকদিন পরেই দক্ষিণ আফ্রিকান তারকা জোরিচ ভ্যান শালকউইক এই কীর্তি গড়লেন। শ্রীলঙ্কার হাসিতা বোয়াগোদা-এর ১৯১ রান ছিল এতদিন বিশ্ব যুব ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। গত ২০১৮ সালে, কেনিয়ার বিরুদ্ধে তিনি এই রেকর্ডটি করেছিলেন। এবার ভ্যান শালকউইকের এটি দ্বিতীয় বড় ব্যক্তিগত স্কোর। এর আগে, বেনোনিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিনি অপরাজিত ১৬৪ রান করেছিলেন।

সেদিন আলোর অভাবের কারণে, ম্যাচটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফলে, ডবল সেঞ্চুরিটি হয়নি। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী, ১৪ রানে জয়ী হয়। যুব ওয়ানডে ম্যাচে কোনও একক দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল জ্যাকস রুডলফের। সেই ২০০০ সালের জানুয়ারি মাসে, নেপালের বিরুদ্ধে তিনি অপরাজিত ১৫৬ রানের ইনিংস খেলেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে, দক্ষিণ আফ্রিকা ২৭৮ রানে জয়ী হয়। দক্ষিণ আফ্রিকার সেই বিশাল স্কোরের উল্টোদিকে দাঁড়িয়ে জিম্বাবোয়ে ১০৭ রানে অলআউট হয়ে যায়। এনাথি কিটশিনি দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নেন। এর আগে, শালকউইকের লড়াই ৪৭ তম ওভারে শেষ হয়। জিম্বাবোয়ের হয়ে তাতেন্দা চিমুগোরো ছয় উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম