
Investigation for Sexual Assault: দুই মহিলার খাবার বা পানীয়তে কোনও নেশার বস্তু মিশিয়ে সংজ্ঞাহীন করে তাঁদের একজনকে যৌন হেনস্থা করেছেন। ইংল্যান্ডের ক্রিকেট মহলের এক বিখ্যাত ব্যক্তির (Prominent English Cricket Figure) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ (Metropolitan Police)। ৪০ বছর বয়সি ওই ব্যক্তিকে জেরাও করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে। তবে এখনও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ২২ মে দক্ষিণ-পশ্চিম লন্ডনের (South-West London) এক পাবে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযুক্ত ক্রিকেট ব্যক্তিত্ব ওই দুই মহিলার পরিচিত কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘দুই মহিলার খাবার বা পানীয়তে নেশার কোনও বস্তু মিশিয়ে তাঁদের অচেতন করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাঁদের মধ্যে একজনকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ। ৫ জুন ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে জেরা করা হয়েছে। তিনিই এই ঘটনায় অভিযুক্ত। তদন্ত চলছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’
ইংল্যান্ডের ক্রিকেটে যৌন হেনস্থার অভিযোগ নতুন নয়। গত কয়েক বছরে বারবার এই অভিযোগ উঠেছে। এ বছরের অগাস্টে এক কোচের বিরুদ্ধে দুই মহিলা সাপোর্ট স্টাফকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ ওঠে। অভিযুক্ত কোচকে ৯ মাসের জন্য সাসপেন্ড করা হয়। তবে অভিযুক্ত কোচের নাম প্রকাশ করা হয়নি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে অপর এক কোচের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ওই কোচ কোনও এক কাউন্টি দলের সঙ্গে যুক্ত ছিলেন। প্রাক-মরসুম প্রস্তুতি হিসেবে সফর চলাকালীন তাঁর বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। ওই কোচকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়।
দুই অভিযুক্ত কোচকে গ্রেফতার করা হয়নি। এবার পাবের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই ব্যক্তি প্রভাবশালী। ফলে তিনি আইনের হাত থেকে রেহাই পেয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।