SRH vs RR Live Updates: দুরন্ত কামব্যাক ঈশান কিষানের, ১০৬ রানের বিধ্বংসী ইনিংস! রানের পাহাড় গড়ল হায়দ্রাবাদ

SRH vs RR Live Updates: প্রথম ম্যাচে নেমেই দুরন্ত ঈশান কিষান। 

SRH vs RR Live Updates: আইপিএল-এর (IPL 2025) দ্বিতীয় ম্যাচ। কিন্তু ঈশান কিষানের কাছে এটি ছিল আইপিএল-এর (IPL 2025 News) প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই কার্যত, দাপট দেখালেন তিনি। 

এদিন হায়দ্রাবাদে মুখোমুখি হয় সানরাইজর্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস। যে ম্যাচের প্রথম একাদশে ছিলেন না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) নিজেই। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় রাজস্থান। যদিও শুরুতে হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা মাত্র ২৪ রানেই ফিরে যান। কিন্তু হাল ধরেন ট্র্যাভিস হেড। তিনি করেন ৬৭ রান। তবে দিন সবাইকে একাই ছাপিয়ে গেলেন ঈশান কিষান (Ishan Kishan)। করলেন দুরন্ত সেঞ্চুরি, সংগ্রহে ১০৬ রান। এছাড়া নীতীশ রেড্ডির ঝুলিতে ৩০ রান এবং ক্লাসেন করেন ৩৪ রান। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে হায়দ্রাবাদ। 

Latest Videos

অন্যদিকে, রাজস্থানের হয়ে ৩টি উইকেট নেনে তুষার দেশপাণ্ডে এবং ২টি উইকেট পান থিকসানা। নিঃসন্দেহে বলা চলে,  এই ম্যাচে কার্যত দাপট দেখান হায়দ্রাবাদ ব্যাটাররা। তবে লাইমলাইটে সেই ঈশান কিষান। মাত্র ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। যার মধ্যে ছিল ১১টি চার এবং ৬টি ছয়। তাঁর এই অনবদ্য ব্যাটিং-এর সুবাদেই বড় স্কোর খাড়া করতে সক্ষম হয় হায়দ্রাবাদ। 

ফলে, ২৮৭ রান তাড়া করে খেলতে নেমেছে রাজস্থান। নিঃসন্দেহে বাড়তি চাপ কাজ করবে দলের উপর। তবে বাকিটা উত্তর দেবে সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari