জ্যানসেন ঝড়ে কার্যত উড়ে গেল শ্রীলঙ্কা! পরপর উইকেটের পতন, মাত্র ৪২ রানেই অলআউট

মাত্র ৬.৫ ওভারে ১৩ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন জ্যানসেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনকভাবে পরাজিত হলো শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে আটকে দিয়ে জয়ের স্বপ্ন দেখে ব্যাটিংয়ে নেমে জ্যানসেনের ঝড়ের মুখে বিধ্বস্ত হয় লঙ্কানরা। মাত্র ৪২ রানে অলআউট হয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড গড়লো। ১৯৯৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭১ রানে অলআউট হওয়ার 'রেকর্ড' ভাঙলো লঙ্কা। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে অলআউট হওয়া নিউজিল্যান্ডের নামেই রয়েছে সর্বনিম্ন স্কোরের লজ্জা।

আগুনে বল ছুঁড়ে লঙ্কাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন মার্কো জ্যানসেন। মাত্র ৬.৫ ওভারে ১৩ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন তিনি। জেরাল্ড কোয়েৎজি ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট এবং কাগিসো রাবাদা ৪ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। লঙ্কান ইনিংসে মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ২০ বলে ৩টি চারের সাহায্যে ১৩ রান করেছেন কামিন্দু মেন্ডিস। ৫ বলে ২টি চারের সাহায্যে ১০ রান করে অপরাজিত ছিলেন লাহিরু কুমারা। ৫ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন।

Latest Videos

 

এর আগে অধিনায়ক টেম্বা বাভুমার অর্ধশতকের সুবাদে দক্ষিণ আফ্রিকা ভালো স্কোর গড়েছিল। ১১৭ বলে ৭০ রান করেছিলেন বাভুমা। ৩৫ বলে ২৪ রান করেছিলেন কেশব মহারাজ, ২৩ বলে ১৫ রান করেছিলেন রাবাদা এবং ২১ বলে ১৩ রান করেছিলেন মার্কো জ্যানসেন। ৩টি করে উইকেট নিয়েছিলেন আসিতা ফার্নান্দো এবং লাহিরু কুমারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
Chinmay প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ হাই কমিশন অভিযান Suvendu-দের, দেখুন ভিডিও
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis