পদপিষ্টের জেরে বেঙ্গালুরু থেকে সরে গেল মহিলাদের বিশ্বকাপের ম্যাচ, আইপিএল-এ কী হবে?

Published : Aug 22, 2025, 04:47 PM IST

Bengaluru Stampede: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ-উৎসবে মেতে উঠতে গিয়ে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারান। বেশ কয়েকজন জখমও হন। এই ঘটনার রেশ সুদূরপ্রসারী হতে চলেছে।

PREV
16
পদপিষ্টের ঘটনার জেরে বেঙ্গালুরু থেকে নভি মুম্বইয়ে সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ

বেঙ্গালুরু থেকে সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ। শুক্রবার আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল ম্যাচ-সহ যে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেগুলি হবে অন্য স্টেডিয়ামে। বেঙ্গালুরুর পরিবর্তে বিকল্প স্টেডিয়াম হিসেবে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামকে বেছে নেওয়া হল। এবারের আইপিএল ফাইনালের পর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারান। এই ঘটনার জেরেই বেঙ্গালুরু থেকে সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ।

DID YOU KNOW ?
মহিলাদের বিশ্বকাপে ভারত
ভারতের সিনিয়র মহিলা দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। এবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন হতে মরিয়া স্মৃতি মন্ধানারা।
26
বেঙ্গালুরু পুলিশ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি

বেঙ্গালুরু পুলিশের আপত্তি

পদপিষ্টের ঘটনার পর কর্ণাটক সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই কমিটি জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যানেজমেন্ট এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা পদপিষ্টের ঘটনার জন্য দায়ী। এরপর বেঙ্গালুরু পুলিশ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি দিতে অস্বীকার করে। এই কারণেই বেঙ্গালুরু থেকে সরে গেল ম্যাচ।

৩০
৩০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ
মহিলাদের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু এই ম্যাচ হবে গুয়াহাটিতে।
36
বিরাট কোহলিরা আগামী বছর বেঙ্গালুরুতেই আইপিএল ম্যাচ খেলার সুযোগ পাবেন?

আইপিএল-এ কী হবে?

কর্ণাটক সরকার ও বেঙ্গালুরু পুলিশের মনোভাবে স্পষ্ট, এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। ফলে আপাতত এই স্টেডিয়ামে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে না। মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ সরে যাওয়ার পর এখানে আগামী মরসুমের আইপিএল-এর কোনও ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। বেঙ্গালুরু পুলিশ অনুমতি না দিলে বিরাট কোহলিদের অন্য কোথাও হোম ম্যাচ খেলতে হবে।

46
বেঙ্গালুরু থেকে ম্যাচ সরলেও মহিলাদের ওডিআই বিশ্বকাপের সূচিতে বদল হয়নি

ঠিক সময়েই শুরু বিশ্বকাপ

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরই শুরু হতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। ২ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। নভি মুম্বই-সহ পাঁচ শহরে হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলি। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচ হবে গুয়াহাটিতে। বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল ছাড়াও সেমি-ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচগুলি অন্য স্টেডিয়ামে হবে।

56
তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী এম চিন্নাস্বামী স্টেডিয়াম বড় অনুষ্ঠান আয়োজনের অনুপযুক্ত

তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল বিচারপতি জন মাইকেল ডি'কুনহা কমিশনকে। তদন্ত কমিশনের রিপোর্টে জানানো হয়েছে, এম চিন্নাস্বামী স্টেডিয়াম বড় কোনও অনুষ্ঠান আয়োজনের অনুপযুক্ত। এই রিপোর্টের ভিত্তিতেই বেঙ্গালুরু পুলিশ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। কর্ণাটক সরকার ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে চাইছে। এই কারণেই আপাতত বেঙ্গালুরুতে কোনও বড়মাপের ক্রিকেট ম্যাচ হচ্ছে না।

66
আইসিসি-র পক্ষ থেকে অবশ্য বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর কারণ জানানো হয়নি

বিসিসিআই-এর কোর্টে বল ঠেলছে আইসিসি

আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিসিসিআই জানিয়েছে, এম চিন্নাস্বামী স্টেডিয়াম পাওয়া যাবে না। এই কারণেই বেঙ্গালুরুর পরিবর্তে নভি মুম্বইকে বেছে নেওয়া হল। এই টুর্নামেন্টে মোট আটটি দল খেলছে। স্টেডিয়াম বদল হলেও, কোনও ম্যাচের দিনই বদল করা হচ্ছে না। যেভাবে বিশ্বকাপের ম্যাচগুলি হওয়ার কথা ছিল ঠিক সেভাবেই হবে।

Read more Photos on
click me!

Recommended Stories