নতুন রেকর্ড গড়লেন স্টিভ স্মিথ, ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ সেঞ্চুরি তাঁরই?

টেস্টে আটটি এবং একদিনের ম্যাচে ছয়টি সহ ভারতের বিরুদ্ধে ১৪ টি সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। 

প্রায় আঠারো মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে স্টিভ স্মিথ তাঁর প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করলেন। ভারতের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি করে স্টিভ স্মিথ আরও একটি রেকর্ড গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ড এখন স্মিথের দখলে। টেস্ট এবং একদিনের ম্যাচ মিলিয়ে স্মিথের পনেরোতম সেঞ্চুরি আজ করে ফেললেন ব্রিসবেনে।

টেস্টে আট এবং একদিনের ম্যাচে ছয়টি সহ ভারতের বিরুদ্ধে ১৪ টি সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। স্মিথ আজ নিজেই সেই রেকর্ড ভেঙে দিলেন। এছাড়াও, ভারতের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ডে জো রুটের সমান সমান জায়গায় পৌঁছে গেলেন স্মিথ। দুজনেরই ভারতের বিরুদ্ধে ১০ টি করে সেঞ্চুরি রয়েছে। গত দেড় বছর ধরে টেস্টে সেঞ্চুরি পাননি স্মিথ। কিন্তু আজ ব্রিসবেনে তাঁর টেস্ট ক্যারিয়ারের ৩৪ তম সেঞ্চুরিটি করে ফেললেন।

Latest Videos

অন্য কোনো ভারতীয় পেসারের নেই এই কৃতিত্ব, স্বয়ং কপিল দেবকেও ছাড়িয়ে গেলেন জসপ্রীত বুমরা

 

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সর্বাধিক সেঞ্চুরি (১০) করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন স্মিথ। ৩৯ টি টেস্টে ১১ টি সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন তেন্ডুলকার এখনও স্মিথের আগে রয়েছেন। ২৮ টি টেস্টে নয়টি সেঞ্চুরি নিয়ে বিরাট কোহলি আছেন তৃতীয় স্থানে। রিকি পন্টিং (৮) এবং সুনীল গাভাস্কার (৮) পরে আছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে স্মিথের ৪৫ তম সেঞ্চুরি করলেন আজ ব্রিসবেনে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Amit Shah Live : লোকসভায় পেশ One Nation One Election বিল পেশ, কি বললেন অমিত শাহ? দেখুন
সাতসকালে জমিতে ওটা কী পড়ে! দেখলে চমকে যাবেন আপনিও! চরম উত্তেজনা Dinhata-এ | Cooch Behar News Today
Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam
পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচন তৃণমূল জিততেই হিন্দুদের বিরুদ্ধে এ কী স্লোগান? দেখুন | VIral Video
এবার মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam | Bangladesh | India |