অনূর্ধ্ব-১৯ মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে দুরমুশ করল ভারত, আবারও জবাব পড়শি দেশকে

Published : Dec 15, 2024, 07:40 PM ISTUpdated : Dec 15, 2024, 11:13 PM IST
অনূর্ধ্ব-১৯ মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে দুরমুশ করল ভারত, আবারও জবাব পড়শি দেশকে

সংক্ষিপ্ত

২৯ বলে ৪৪ রান করে অপরাজিত  উইকেটরক্ষক কমলিনী এবং ১৭ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন সানিকা চালক। 

প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ভারতীয় অনুরধ-১৯ মহিলা দল মাত্র ৭.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ২৯ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক কামালিনী এবং ১৭ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন সানিকা চালক। তাদের ব্যাটিংয়ে ভোর করেই জউলাভ করে ভারত। 

ওপেনার তৃষা গোঙ্গাডিয়ার উইকেট ছাড়া আর কোন উইকেট হারায়নি ভারত। এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান ভারতীয় বোলারদের কাছে কার্যত নাস্তানাবুদ হয়। এই ম্যাচে ৩২ বলে ২৪ রান করা ওপেনার কোমল খান ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ রান স্কোরার। ফাতিমা খান (১১) ছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৮ বলে ৯ রান করা খুরাতুলইন আহসান এবং ৫ বলে ৩ রান করা মাহনুর সেব অবশ্য অপরাজিত ছিলেন।

ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৪ উইকেট নেন সোনম যাদব। প্রৌণিকা সিসোদিয়া, মিতালি বিনোদ এবং ভিজে জ্যোতিষ ১টি করে উইকেট নেন। পরশু নেপালের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ। এর আগে আজ আরেকটি ম্যাচে শ্রীলঙ্কা মালয়েশিয়াকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। মালয়েশিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান সংগ্রহ করতে পেরেছে।

কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার