অনূর্ধ্ব-১৯ মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে দুরমুশ করল ভারত, আবারও জবাব পড়শি দেশকে

২৯ বলে ৪৪ রান করে অপরাজিত  উইকেটরক্ষক কমলিনী এবং ১৭ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন সানিকা চালক। 

প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ভারতীয় অনুরধ-১৯ মহিলা দল মাত্র ৭.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ২৯ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক কামালিনী এবং ১৭ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন সানিকা চালক। তাদের ব্যাটিংয়ে ভোর করেই জউলাভ করে ভারত। 

ওপেনার তৃষা গোঙ্গাডিয়ার উইকেট ছাড়া আর কোন উইকেট হারায়নি ভারত। এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান ভারতীয় বোলারদের কাছে কার্যত নাস্তানাবুদ হয়। এই ম্যাচে ৩২ বলে ২৪ রান করা ওপেনার কোমল খান ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ রান স্কোরার। ফাতিমা খান (১১) ছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৮ বলে ৯ রান করা খুরাতুলইন আহসান এবং ৫ বলে ৩ রান করা মাহনুর সেব অবশ্য অপরাজিত ছিলেন।

Latest Videos

ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৪ উইকেট নেন সোনম যাদব। প্রৌণিকা সিসোদিয়া, মিতালি বিনোদ এবং ভিজে জ্যোতিষ ১টি করে উইকেট নেন। পরশু নেপালের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ। এর আগে আজ আরেকটি ম্যাচে শ্রীলঙ্কা মালয়েশিয়াকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। মালয়েশিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান সংগ্রহ করতে পেরেছে।

কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
কিভাবে লাগল? মহাকুম্ভে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ক্যাম্প | Mahakumbh Fire | Mahakumbh 2025