মেলবোর্নে সেঞ্চুরি করে স্মিথ ভারতের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেললেন।
মেলবোর্নেও সেঞ্চুরি করে তিনি একটি বিরল রেকর্ড গড়ে ফেলেছেন ইতিমধ্যেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ড এখন স্মিথের দখলে। কারণ, মেলবোর্নে তিনি তাঁর টেস্ট ক্যারিয়ারের ৩৪তম এবং ভারতের বিরুদ্ধে ১১তম সেঞ্চুরিটি সম্পূর্ণ করলেন। অতএব, এটি মেলবোর্নে তাঁর পঞ্চম সেঞ্চুরি।
ভারতের বিরুদ্ধে ১০টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের জো রুট। মেলবোর্নের সেঞ্চুরি করার ফলে, স্মিথ তাঁকে ছাড়িয়ে কার্যত মাইলস্টোন গড়লেন। গ্যারি সোবার্স, ভিভিয়ান রিচার্ডস এবং রিকি পন্টিং ভারতের বিরুদ্ধে ৮টি করে সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে দেখতে গেলে ভারতের বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডও স্মিথের দখলে। কারণ, টেস্টে ১১টি এবং একদিনের আন্তর্জাতিকে ম্যাচে ৫টি মিলিয়ে ভারতের বিরুদ্ধে মোট ১৬টি সেঞ্চুরি করেছেন তিনি।
এদিকে টেস্টে ৮টি এবং একদিনের আন্তর্জাতিকে ৬টি মিলিয়ে ভারতের বিরুদ্ধে মোট ১৪টি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু ব্রিসবেনেই স্মিথ সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন স্মিথ। অন্যদিকে, ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডের নিরিখে ভারতীয় কিংবদন্তী শচীন তেন্ডুলকরের (১১) সঙ্গে এবার একই আসনে বসলেন স্টিভ স্মিথ।
ওদিকে ২৯টি টেস্টে ৯টি সেঞ্চুরি করে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। রিকি পন্টিং (৮) এবং সুনীল গাভাসকার (৮) তার পিছনে রয়েছেন। তাছাড়া স্মিথের এটি ছিল ৪৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি। এই সময়কার ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি (৮১), জো রুট (৫২) এবং রোহিত শর্মা (৪৮) স্টিভ স্মিথের আগে রয়েছেন।
এছাড়া কেন উইলিয়ামসনেরও ৪৫টি সেঞ্চুরি রয়েছে। নিজের ৩৪তম টেস্ট সেঞ্চুরির মাধ্যমে স্মিথ টেস্ট সেঞ্চুরির তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন। সুনীল গাভাসকার, ব্রায়ান লারা এবং ইউনুস খানের সঙ্গে এখন তিনি সমান উচ্চতায় পৌঁছে গেলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।