IND vs AUS: মেলবোর্ন টেস্টে বেকায়দায় ভারত! দ্বিতীয় দিনের শেষে পিছিয়ে ৩১০ রানে, হাতে মাত্র ৫ উইকেট

Published : Dec 27, 2024, 01:27 PM IST
Border Gavaskar Trophy

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট। 

মেলবোর্নে লড়ছে ভারত। আপাতত দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে আছে ৩১০ রানে।

বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব্যাট করে ৪৭৪ রান তোলে তারা। সর্বাধিক ১৪০ রান করেন স্টিভ স্মিথ। কার্যত, দুরন্ত শতরান করেন তিনি। এছাড়াও ওপেনার স্যাম কন্সটাস করেন ৬০ রান, ল্যাবুশাং করেন ৭২ রান।

অন্যদিকে, উসমান খাওয়াযার সংগ্রহে ৫৭ এবং অধিনায়ক প্যাট কামিন্স করেন ৪৯ রান। ভারতের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন যশপ্রীত বুমরা। অপরদিকে ৩টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং আকাশদীপের সংগ্রহে ২টি উইকেট। ওয়াশিংটন সুন্দরের শিকার ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে কিছুটা বেকায়দায় ভারত। যদিও ওপেনার যশ্বসী জয়সওয়াল দুরন্ত লড়াই শুরু করেন প্রথম থেকেই। তাঁর সংগ্রহে ৮২ রান। তবে অধিনায়ক রোহিত শর্মা এবারেও সুবিধা করতে পারলেন না। তিনি করলেন মাত্র ৩ রান। অন্যদিকে, কেএল রাহুল ২৪ এবং বিরাট কোহলি ৩৬ রানে আউট হন।

ইতিমধ্যেই ৫ উইকেট হারিয়েছে ভারত। আপাতত ক্রিজে ঋষভ পন্থ ৬ রানে এবং জাদেজা ৪ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান। পিছিয়ে ৩১০ রানে।

ওদিকে অজিদের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। অর্থাৎ, তৃতীয় দিনের শুরু থেকেই পন্থ এবং জাদেজা যদি দলের হাল না ধরেন, তাহলে বেশ বিপদে পড়তে পারে টিম ইন্ডিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, গ্রুপ সি-তে খেলবে স্কটল্যান্ড
IND vs NZ 2nd T20: হ্যান্ডশেক করেই মেজাজ হারালেন হার্দিক! কার্তিকের দিকে কেন আঙুল তুললেন তিনি?