
Suryakumar Yadav: ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক হওয়ার পর, শুভমান গিলকে টি-২০ দলের সহ-অধিনায়ক করায়, টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানোর ভয় পাচ্ছেন বলে খোলাখুলি জানালেন সূর্যকুমার যাদব (Shubman Gill vice-captain)। তবে এই ভয় তাঁকে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করে বলেও জানিয়েছেন তিনি (suryakumar yadav news today)।
সূর্যকুমার যাদব জানিয়েছেন, “সত্যি বলতে গেলে, দুটি ফরম্যাটে অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হওয়ায় আমারও ভয় আছে যে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব হয়ত হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এটা আমাদের আরও ভালো পারফর্ম করতে সাহায্য করে। মাঠের ভিতরে ও বাইরে ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। আমি শুভমানকে ব্যক্তিগতভাবে এবং খেলোয়াড় হিসেবে খুব ভালোভাবে চিনি। আমাদের বন্ধুত্বটা এমনই। গিলকে দুটি ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত করায় আমি ভীষণ খুশি হয়েছি।"
এই ভারতীয় তারকা আরও যোগ করেন, "ভয় যদি আমার খেলাকে প্রভাবিত করত, তাহলে আমি আন্তর্জাতিক ক্রিকেটে একটা বলও খেলতাম না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকাতে পেরেছিলাম এই নির্ভীকতার কারণেই। নাহলে আমি কখনোই ওই শট খেলতাম না। তাই পদ হারানোর ভয় আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি শুধু বিশ্বাস করি যে, কঠোর পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়।"
সাম্প্রতিক সময়ে সূর্যকুমার যাদব অবশ্য ব্যাটিংয়ে খুব একটা ভালো ফর্মে ফিরতে পারেননি। তবে তার মধ্যেই এশিয়া কাপের জন্য ভারতীয় দলে গিলকে সহ-অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত এশিয়া কাপ জিতলেও সূর্যকুমারের ব্যাট সেইভাবে জ্বলে উঠতে পারেনি।
এবার সেই সূর্যকুমারের কথাতেই অন্য সুর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, শুভমান গিলকে টি-২০ দলের সহ-অধিনায়ক করায়, টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানোর ভয় পাচ্ছেন। তবে এটাও ঠিক যে, এই ভয় তাঁকে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করে বলেও জানিয়েছেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।