টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখার আশায় মিতালি রাজ

Published : Nov 10, 2022, 12:30 PM IST
India 75 Former Indian women criket team captain legend batter Mithali Raj became inspiration of young cricketer spb

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিতলে রবিবার মেলবোর্নে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই দেখতে চাইছেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। তিনি এ প্রসঙ্গে বলেছেন, 'টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তানেরই লড়াই হবে। পাকিস্তান ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে। ভারতীয় দল এবার ফাইনালে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে হলে ভারতীয় দলকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। এই ম্যাচ হবে অ্যাডিলেড ওভালে। এই মাঠে ভারতীয় দল এর আগের ম্যাচে ভাল খেলেছে। অ্যাডিলেড ওভালের উইকেট যদি একইরকম থাকে, তাহলে ভারতীয় দলের সুবিধা হতে পারে।' মিতালির পাশাপাশি অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররাও ভারত-পাক ফাইনাল দেখতে চাইছেন। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ফলে ফাইনালে ফের এই দু'দলের ম্যাচ হলে বিরাট কোহলি, রোহিত শর্মারা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামতে পারবেন। সেটাই ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা। তবে ফাইনাল নয়, আপাতত সেমি ফাইনাল নিয়েই ভাবছে ভারতীয় শিবির।

অ্যাডিলেড ওভালে বরাবরই ভাল খেলেন বিরাট। এবারের টি-২০ বিশ্বকাপেই বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই মাঠ তাঁর প্রিয়। সেই কারণে সেমি ফাইনালেও বিরাটের ব্যাট থেকে বড় ইনিংসের আশায় দল। এ প্রসঙ্গে মিতালি বলেছেন, 'আমার মনে হয়, অন্য কারও চেয়ে বিরাটের নিজেরই ওর উপর প্রত্যাশা সবচেয়ে বেশি। ওর রান করা ভারতীয় দলের জন্য জরুরি। ও এই প্রতিযোগিতায় যেভাবে ব্যাটিং করে এসেছে, সেমি ফাইনালেও সেভাবেই খেলা উচিত। ওর ব্যাটিংয়ে কোনও বদল আনা উচিত নয়। পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল বিরাট। ও এই প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভাল খেলছে। ও সেমি ফাইনালেও ভাল ফর্ম বজায় রাখতে চাইবে। ভারতীয় দলকে ফাইনালে উঠতে হলে বিরাটের রান করা জরুরি। ওর উপর প্রত্যাশার চাপ থাকবে। তবে ও জানে চাপ সামাল দিয়ে কীভাবে ভাল পারফরম্যান্স দেখাতে হয়।'

অন্যদিকে, ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং বলেছেন, ‘অ্যাডিলেড ওভালে ব্যাটারদের সহায়ক পিচে ভাল পারফরম্যান্স দেখাতে পারে রোহিত শর্মা। বড় খেলোয়াড়রা বড় ম্যাচেই ভাল খেলে। বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা সেটা দেখিয়ে দিয়েছে। রোহিতও বড় খেলোয়াড়। আমরা সবাই চাই ও রান করুক। ও কঠিন পিচেও রান করতে পারে। ও যখন নিজের ছন্দে ব্যাটিং করে, তখন সব পিচকেই সহজ মনে হয়। আমরা সবাই চাই ও ফর্মে ফিরুক। ও ভাল খেললেই ভারতীয় দল ম্যাচ জিতবে।’

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই, অ্যাডিলেড ওভালে হবে এই ম্যাচ

ইংল্যান্ডের বিরুদ্ধে কার্তিকের বদলে পন্থকে খেলানো উচিত, মত কুম্বলের

মেলবোর্নে আমরা অপেক্ষা করব, ফাইনাল নিয়ে ভারতকে হুঁশিয়ারি শোয়েব আখতারের

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড