বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। প্রাক্তন ক্রিকেটাররাও এই ম্যাচ নিয়ে উত্তেজিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের দল এখনও ঘোষণা করা হয়নি। উইকেটকিপার দীনেশ কার্তিক ও ঋষভ পন্থের মধ্যে কাকে খেলার সুযোগ দেওয়া হবে, সেটা নিয়ে নানা মত শোনা যাচ্ছে। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহালের মধ্যে কোন দু'জনকে খেলানো হবে, সেটা নিয়েও আলোচনা চলছে। এরই মধ্যে নিজের মত প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। তাঁর মতে পন্থকেই সেমি ফাইনালে খেলার সুযোগ দেওয়া উচিত। এ প্রসঙ্গে কুম্বলে বলেছেন, 'আমার মনে হয়, সেমি ফাইনালে ঋষভ পন্থকেই খেলানো উচিত। সেমি ফাইনালের ঠিক আগের ম্যাচে দীনেশ কার্তিকের বদলে ঋষভকে খেলার সুযোগ দেওয়া হয়। ভারতীয় দল যখন এই বদল করেছে, তখন আমার মনে হয়, সেমি ফাইনালে সেই অনুযায়ী দল সাজানো উচিত। পন্থকে যদি সেমি ফাইনালে খেলানোর ভাবনা না থাকত, তাহলে আমরা এই বদলটা করতাম না।'
এবারের টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-তে ভারতের হয়ে প্রথম ৪ ম্যাচে খেলেন কার্তিক। তবে শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার সুযোগ দেওয়া হয় পন্থকে। কার্তিক ব্যাট হাতে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। পন্থও অবশ্য জিম্বাবোয়ের বিরুদ্ধে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তা সত্ত্বেও তাঁর উপরেই ভরসা রাখছেন কুম্বলে। তিনি বলেছেন, 'বর্তমান ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে কার্তিকের খুব বেশি প্রভাব নেই। একটা ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচেই ও বিশেষ সুযোগ পায়নি। তাই আমি চাই ঋষভকেই খেলানো হোক। অ্যাডিলেড ওভালের উইকেট থেকে স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে। সেক্ষেত্রে ডানহাতি ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে আদিল রশিদ। ও গুগলি খুব ভাল করতে পারে। বাঁ হাতি ব্যাটার ঋষভ সেই বোলিং ভালভাবে সামাল দিতে পারবে। সেটা ভারতীয় দলের মাথায় রাখা উচিত।'
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের পর জানিয়েছিলেন, দলের দুই উইকেটকিপারকেই তৈরি রাখার জন্য পন্থকে খেলার সুযোগ দেওয়া হয়। সেমি ফাইনালে কাকে সুযোগ দেওয়া হবে, সেটা আগাম বলা যাচ্ছে না। তবে ভারতীয় দল সূত্রে খবর, পন্থেরই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তিনি অস্ট্রেলিয়ায় ভাল ব্যাটিং করেন। অতীতে একাধিকবার সেটা দেখা গিয়েছে। সেই কারণেই তাঁকে কার্তিকের চেয়ে এগিয়ে রাখা হচ্ছে।
আরও পড়ুন-
মেলবোর্নে আমরা অপেক্ষা করব, ফাইনাল নিয়ে ভারতকে হুঁশিয়ারি শোয়েব আখতারের
সেমি ফাইনালে মার্ক উডের বদলে ইংল্যান্ড দলে আসতে পারেন ক্রিস জর্ডান
ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেতে পারেন চাহাল, ফের সুযোগ মিলতে পারে পন্থের