আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই আমেরিকায় পা রেখেছে ভারতীয় দল। কিন্তু বিরাট কোহলি দলের সঙ্গে যাননি। তিনি তাহলে কবে যোগ দেবেন, সেই নিয়েই জল্পনা তুঙ্গে।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই আমেরিকায় পা রেখেছে ভারতীয় দল। কিন্তু বিরাট কোহলি দলের সঙ্গে যাননি। তিনি তাহলে কবে যোগ দেবেন, সেই নিয়েই জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে ২২ গজের মহাযুদ্ধ। আর ভারত নামছে আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে টিম ইতিমধ্যেই পৌঁছে গেছে আমেরিকায়। রোহিত শর্মা, যশপ্রীত বুমরা সহ একাধিক তারকা দলের সঙ্গে যোগ দিলেও এখনও গিয়ে পৌঁছননি নির্ভরযোগ্য ব্যাটার বিরাট কোহলি।
অন্যদিকে, আয়ারল্যান্ড ম্যাচের পরই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এছাড়াও বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। যদিও সেই ম্যাচে তাঁকে না পাওয়ার সম্ভাবনা বেশি বলেই শোনা যাচ্ছিল। কিন্তু সূত্রের খবর, বাংলাদেশ ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন কোহলি।
এদিক গত রবিবার, আমেরিকায় পৌঁছেছেন রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবরা। আইপিএল প্লে-অফ ম্যাচের পর সঞ্জু স্যামসন, যুযুবেন্দ্র চাহাল, যশস্বী জয়সওয়াল যোগ দেন দলের সঙ্গে। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন তারা। সেইসঙ্গে, কলকাতা নাইট রাইডার্স তারকা রিঙ্কু সিংও দ্রুত যোগ দেবেন বলে জানা যাচ্ছে। কিন্তু ‘ভিকে’ কোথায়? ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন।
অবশেষে এল স্বস্তির খবর। শোনা যাচ্ছে, মে মাসের শেষেই বিরাট কোহলি দলের সঙ্গে যোগ দেবেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে আদৌ তাঁকে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয়। পুরো বিষয়টিই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। পূর্ণ বিশ্রাম পেলেই তাঁকে ২২ গজে দেখা যেতে পারে। সেইসঙ্গে, সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও দলের সঙ্গে যোগ দেননি এখনও।
সবমিলিয়ে, টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে যেন ক্রমশই চড়ছে পারদ। অন্যদিকে, সদ্য শেষ হল আইপিএল। এবার দেখার বিষয়, টি-২০ বিশ্বকাপের মেগা লড়াইতে কতটা দক্ষতা দেখাতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। আর নিঃসন্দেহে বিরাট কোহলির দলের সঙ্গে যোগ দেওয়ার খবর বাড়তি অক্সিজেন জোগাবে ফ্যানদেরও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।