Kavya Maran: 'তোমরা আমাদের গর্বিত করেছো,' হারের পর ক্রিকেটারদের বার্তা কাব্য মারানের

সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের চেয়েও বেশি জনপ্রিয় কর্ণধার কাব্য মারান। রবিবার আইপিএল ফাইনালেও তাঁর দিকে নজর ছিল সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের।

Soumya Gangully | Published : May 27, 2024 4:28 PM IST / Updated: May 27 2024, 11:07 PM IST

আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর প্যাট কামিন্স, ট্রেভিস হেডদের বিশেষ বার্তা দিলেন সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান। তিনি ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা সবাই আমাদের গর্বিত করেছো। আমাকে এখানে এসে তোমাদের এটা বলতে হল। আমরা যেভাবে টি-২০ ক্রিকেট খেলি, তাতে তোমরা বদল এনেছো। তোমাদের জন্যই টি-২০ ক্রিকেটের সংজ্ঞা বদলে গিয়েছে। সবাই আমাদের নিয়ে আলোচনা করছে। আজ খারাপ দিন হওয়ার ছিল। কিন্তু তোমরা দারুণ খেলেছো। তোমরা সবাই ভালো ব্যাটিং ও বোলিং করেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ কর্ণধারের এই বার্তায় ক্রিকেটাররা উজ্জীবিত হয়ে উঠেছেন।

সমর্থকদের ধন্যবাদ জানালেন কাব্য

Latest Videos

সানরাইজার্স হায়দরাবাদ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কাব্য বলেছেন, ‘আমরা গত মরসুমে সবার শেষে ছিলাম। কিন্তু তারপরেও সব সমর্থক বিপুল সংখ্যায় স্টেডিয়ামে এসেছেন। কারণ, তাঁরা তোমাদের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। সবাই আমাদের কথা বলছেন। কেকেআর জিতলেও আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি, তাতে সবাই আমাদের নিয়ে আলোচনা করে যাবেন। এ ব্যাপারে আমি নিশ্চিত। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো। মন খারাপ কোরো না। আমরা ফাইনাল খেলেছি। অন্য কোনও ম্যাচ ছিল না। অন্য সব দল আমাদের দিকে তাকিয়েছিল। তোমাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।’

 

 

গ্যালারিতে কাব্যর চোখে জল

রবিবার চিপকে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ওভার থেকেই উইকেট নিতে শুরু করেন মিচেল স্টার্করা। মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। প্রতিটি উইকেট পতনের সঙ্গেই কাব্যর মুখ থেকে হাসি উধাও হয়ে যেতে থাকে। ম্যাচের শেষদিকে তাঁর চোখে জলও দেখা যায়। তবে ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেটারদের পাশে থাকেন কাব্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Final KKR Vs SRH: ফুটবল থেকে ক্রিকেট, দেশজুড়ে কলকাতার রাজত্ব

IPL 2024 Awards: প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ তৃতীয়বার 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' সুনীল নারিন

IPL 2024 Final KKR Vs SRH: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনাল, তৃতীয়বার চ্যাম্পিয়ন কেকেআর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim
Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News