
T20 World Cup 2026: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রমশই চাপ বাড়াচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর (t20 cricket world cup 2026 fixtures)। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতে খেলতে না আসার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, সেইজন্য আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘাড়েই দোষ চাপাল বিসিবি (t20 cricket world cup 2026 venue)।
আর তারপরেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, বাংলাদেশের ম্যাচগুলি ভারতের মাটি থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল আইসিসি। জানা যাচ্ছে, চেয়ারম্যান জয় শাহ নিজে নতুন সূচি তৈরির উদ্যোগ নিয়েছেন।
অন্যদিকে, মুস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ফারুখ আহমেদ সরাসরি দায়ী করেছেন ভারতীয় বোর্ডের সচিব দেবজিত শাইকিয়াকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ফারুখ জানিয়েছেন, তিনি শাইকিয়াকে ইঙ্গিত দেন যে, আইপিএল-এর সময় বিসিসিআই মুস্তাফিজুরের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না এবং যার ফলে, মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়।
তাঁর কথায়, “আইপিএল-এর সময়, মুস্তাফিজুরকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারার জেরে বাংলাদেশ সরকার তাই মনে করে না যে, তাদের দলের পক্ষে ভারতে যাওয়া এই মুহূর্তে নিরাপদ। মুস্তাফিজুরের নিরাপত্তা নিয়ে সমস্যা থাকলে, বাংলাদেশ দল কী করে কলকাতা এবং মুম্বইতে বিশ্বকাপ খেলতে যাবে? এটা দেশের সরকারের কাছে রীতিমতো উদ্বেগের বিষয়। গোটাটাই বাংলাদেশ ক্রিকেট দল এবং সাপোর্ট স্টাফদের জন্য সত্যিই তো উদ্বেগের বিষয়।"
কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি-র ঠিক কতটা আর্থিক ক্ষতি হতে পারে, বা আদৌ কোনও ক্ষতি হবে কি? পুরোটাই নির্ভর করছে আইসিসি-র সিদ্ধান্তের উপর। বাংলাদেশের ম্যাচগুলি কি শেষ পর্যন্ত সত্যিই সরিয়ে নেওয়া হবে? না কি কোনওভাবে অদলবদল করা হবে বা অন্য কোনও ম্যাচের মাধ্যমে সেই স্লট পূরণ করা হবে? তা এখনও পরিষ্কার নয়।
আপাতত আলোচনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।