England vs Australia: দুরন্ত সেঞ্চুরি জো রুটের! ছুঁয়ে ফেললেন পন্টিংকে, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩৮৪ রানে

Published : Jan 05, 2026, 12:24 PM IST
England vs Australia

সংক্ষিপ্ত

England vs Australia: ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৮৪ রানে। অসাধারণ সেঞ্চুরি উপহার দিলেন রুট। নিঃসন্দেহে দুর্দান্ত ব্যাটিং এবং দলের স্বার্থে গুরুত্বপূর্ণ ১৬০ রান করলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।

England vs Australia: জো রুটের অসাধারণ সেঞ্চুরির সুবাদে বড় রান করল ইংল্যান্ড (england vs australia)। রবিবার থেকে সিডনিতে শুরু হয়েছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। মুখোমুখি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (eng vs aus)।  

ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৮৪ রানে

যে ম্যাচে ব্রিটিশদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৮৪ রানে। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে কিছুটা বেকায়দায় পড়ে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলে ফিরে যান মাত্র ১৬ রানে এবং বেন ডাকেটের সংগ্রহে ২৭ রান। জেকব বেথেলও খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর ঝুলিতে মাত্র ১০ রান।

তবে মিডল অর্ডারে নেমে হাল ধরেন জো রুট এবং হ্যারি ব্রুক। অসাধারণ সেঞ্চুরি উপহার দিলেন রুট। নিঃসন্দেহে দুর্দান্ত ব্যাটিং এবং দলের স্বার্থে গুরুত্বপূর্ণ ১৬০ রান করলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। আর সেই সেঞ্চুরির সুবাদে রুট তাঁর টেস্ট ক্যারিয়ারের ৪১ তম এবং অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির মাইলফলকটি স্পর্শ করলেন। শুধু তাই নয়, এই সেঞ্চুরির মাধ্যমে তিনি প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডকেও ছুঁয়ে ফেললেন।  

দুরন্ত সেঞ্চুরি জো রুটের

অন্যদিকে, ব্রুকের ঝুলিতে ৮৪ রান। তবে অধিনায়ক বেন স্টোকস ফিরলেন খালি হাতে। শেষদিকে নেমে জেমি স্মিথ ৪৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া উইল জ্যাকস ২৭ রান, ব্রাইডন কার্স ১ এবং ম্যাথু পটস ১ রান করেন। জশ টাংও খালি হাতে প্যাভিলিয়নে ফেরেন। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৮৪ রানে। 

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন মাইকেল নেসার। সেইসঙ্গে, ২টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। এছাড়া ক্যামেরন গ্রিন এবং মার্নাস ল্যাবুশাং ১টি করে উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমেছে অজিরা।  

দুই দলের প্রথম একাদশ

ইংল্যান্ডঃ জ্যাক ক্রলে, বেন ডাকেট, জেকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার-ব্যাটার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, ম্যাথু পটস, জশ টাং

অস্ট্রেলিয়াঃ ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস ল্যাবুশাং, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাওয়াজা, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার-ব্যাটার), ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND U19 vs SA U19: বৈভব এবং অ্যারনের ব্যাটিং তাণ্ডব! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবারও ফর্মে দুই তারকা
ফিট ঘোষণা বিসিসিআই-এর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন শ্রেয়াস আইয়ার