আসন্ন ফেব্রুয়ারি মাসে, শুরু হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতে খেলতে আসা কোনওভাবেই সম্ভব নয় বলে ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত, ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়েই তারা ভারতে চাইছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য আইসিসির কাছে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশের হুমকিতে টলল না আইসিসি
কিন্তু আইসিসি বাংলাদেশের এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। আইসিসি জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশি ক্রিকেটার, কর্মকর্তা এবং ভক্তদের জন্য নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা নেই ভারতে। তাই বাংলাদেশ এরপরেও ভারতে খেলবে কি না, সেই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে আইসিসি সময়সীমা বেঁধে দেয়।