IND vs NZ T20: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে এটি শেষ সিরিজ হওয়ায় দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ। বিস্ফোরক অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনও ফর্মে ফিরলে ভারতের জন্য পরিস্থিতি আরও অনেকটা সহজ হয়ে যাবে। 

IND vs NZ T20: ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুক্রবার, রায়পুরে অনুষ্ঠিত হতে চলেছে (ind vs nz 2nd t20)। রায়পুরের বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। স্টার স্পোর্টস এবং জিও হটস্টারে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। পাঁচ ম্যাচের সিরিজে, ইতিমধ্যেই প্রথম ম্যাচ জিতে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেছে (ind vs nz t20 series)।

দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া?

প্রসঙ্গত, নাগপুরে বড় স্কোর খাড়া করে জয়ের আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া। সবথেকে বড় বিষয়, এক রানের মধ্যে দুই উইকেট হারিয়েও সাহসের সঙ্গে লড়াই করার ক্ষমতা দেখিয়েছে নিউজিল্যান্ড। যা একটা স্বস্তির বিষয়। তাছাড়া এর আগে তারা একদিনের সিরিজও জিতেছে। 

তবে আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে এটি শেষ সিরিজ হওয়ায় দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ। বিস্ফোরক অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনও ফর্মে ফিরলে ভারতের জন্য পরিস্থিতি আরও অনেকটা সহজ হয়ে যাবে। অপরদিকে, বিশ্বকাপের স্কোয়াডে থাকায় তিন নম্বরে ঈশান কিষাণই খেলবেন।

লড়াইতে ফিরতে পারবে নিউজিল্যান্ড?

সেইসঙ্গে, অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্মে ফেরার ইঙ্গিত ভারতীয় শিবিরের জন্য বড় স্বস্তির খবর। পাশাপাশি রিঙ্কু সিং-এর ফিনিশিং দক্ষতার উপরেও অনেক আশা রয়েছে। যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর বোলিং লাইন-আপে অক্ষরকে বিশ্রাম দেওয়া হতে পারে। আঙুলে সামান্য চোট থাকায় অক্ষরের পরিবর্তে রবি বিষ্ণোই বা কুলদীপ যাদব প্রথম একাদশে আসতে পারেন বলে মনে করা হচ্ছে।

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটারদের ফর্মে ফিরতে হবে কিউইদের ঘুরে দাঁড়ানোর জন্য। জ্যাকব ডাফি, কাইলে জেমিয়েসন, ইশ সোধি এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের বোলিং দক্ষতাও কিউইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।