T20 World Cup 2026: বিশ্বকাপ বয়কটের হুমকি! তারপরের দিনই ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান

Published : Jan 25, 2026, 02:43 PM ISTUpdated : Jan 25, 2026, 02:47 PM IST
T20 World Cup 2026: বিশ্বকাপ বয়কটের হুমকি! তারপরের দিনই ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম‍্যান মহসিন নকভি যেখানে বলেছেন, তারা বিশ্বকাপে খেলবেন কি না এখনও ঠিক নেই! সেই জায়গায় দাঁড়িয়েই এবার, খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল।

T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে, ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (pakistan cricket squad for t20)। যেখানে ঠিক ২৪ ঘণ্টা আগে, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ বয়কটের হুমকি দিচ্ছিল পাকিস্তান। কিন্তু তার একদিনের মধ্যেই এবার আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল তারা (t20 world cup pakistan squad 2026)।   

বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল পাক বোর্ড

পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম‍্যান মহসিন নকভি যেখানে বলেছেন, তারা বিশ্বকাপে খেলবেন কি না এখনও ঠিক নেই! সেই জায়গায় দাঁড়িয়েই এবার, খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল। 

 

 

সলমন আঘার নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, নকভি শনিবার জানান, বাংলাদেশকে অন‍্যায়ভাবে বিশ্বকাপ থেকে ছাঁটাই করা হয়েছে। তাই তারা আদৌ খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। কিন্তু ঠিক তারপর রবিবারই, বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল পাক বোর্ড। 

১৫ জনের স্কোয়াডে কারা সুযোগ পেলেন?

পাকিস্তানঃ সলমন আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মহম্মদ নাফে (উইকেটকিপার-ব্যাটার), মহম্মদ নওয়াজ, মহম্মদ সলমন মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান (উইকেটকিপার-ব্যাটার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ এ-তে রয়েছে। সেই গ্রুপের অন্যান্য দলগুলি হল ভারত, নেদারল্যান্ডস, আমেরিকা এবং নামিবিয়া। বিশ্বকাপের প্রথম দিন, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি তাদের প্রথম ম্যাচ। কলম্বোয় নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। 

ফলে, আপাতত পাকিস্তান বিশ্বকাপে অংশ নিচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 3rd T20: তৃতীয় ম্যাচ জিতেই সিরিজ পকেটে নিতে চায় ভারত, টিকে থাকার লড়াই নিউজিল্যান্ডের
টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ে দৃষ্টি ঘোরানোর চেষ্টা? শাকিবকে বাংলাদেশ দলে ফেরানোর প্রস্তাব