
Bangladesh Cricket Board: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজনীতির দাবা খেলায় বোড়ে হিসেবে ব্যবহৃত হচ্ছেন ক্রিকেটাররা। অন্ধ ভারত-বিরোধিতার কারণে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে নাম প্রত্যাহার করে ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার সুযোগ কেড়ে নিয়েছেন ক্রিকেট বোর্ডের কর্তা এবং অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ সরকারিভাবে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় সে দেশের ক্রিকেট বোর্ডে অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে গিয়েছে। এবার এই বিষয় থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে শাকিব আল-হাসানকে (Shakib Al Hasan) নিয়ে নতুন নাটক শুরু হয়েছে। শেখ হাসিনার (Sheikh Hasina) ঘনিষ্ঠ হওয়ার কারণেই বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ পড়েন প্রাক্তন আওয়ামি লিগ (Bangladesh Awami League) এমপি শাকিব। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলাও দায়ের করা হয়। ফলে বাংলাদেশে ফিরতে পারেননি এই অলরাউন্ডার। সেই সময় তাঁর পাশে ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই তারকা দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলতে চাইলেও, সেই আবেদনে সাড়া দেয়নি বিসিবি। কিন্তু এখন হঠাৎ শাকিবকে দলে ফেরানোর কথা বিবেচনা করার কথা জানানো হয়েছে।
বিসিবি-র মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, 'যদি শাকিব আল-হাসান দলে যোগ দেওয়ার জন্য তৈরি থাকে, ফিট থাকে এবং খেলার মতো অবস্থায় থাকে, একইসঙ্গে যে ভেন্যুতে খেলা হবে, সেখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল শাকিব আল-হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।’
আমজাদ আরও জানিয়েছেন, শাকিবের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এই অলরাউন্ডার দেশে এবং দেশের বাইরে খেলতে আগ্রহী কি না, তা জানতে চেয়েছিল বোর্ড। শাকিব জানিয়েছেন, তিনি সব জায়গাতেই খেলতে তৈরি। এই কারণেই তাঁকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবা হচ্ছে। তবে শাকিবকে কোন সিরিজে জাতীয় দলে ফেরানো হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।