T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?

Published : Jan 24, 2026, 01:27 PM ISTUpdated : Jan 24, 2026, 01:36 PM IST
T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: আইসিসি-র ডিসপুট রেজোলিউশন কমিটির এই ধরনের আবেদন শোনার কোনও এক্তিয়ারই নেই। অতএব, আইসিসি কর্তারা আর একদমই সময় নষ্ট করতে রাজি নন। তাই শনিবারই, টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে আইসিসি।

T20 World Cup 2026: আইসিসি যেন আরও কড়া অবস্থানে (t20 cricket world cup 2026 schedule)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-র কাছে নতুন করে আবার আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। সেই আবেদন করা হয়েছে আইসিসি-র ডিসপুট রেজোলিউশন কমিটির কাছে (T20 World Cup venue change)। 

চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে আইসিসি?

মজার বিষয় হল, এই কমিটির এই ধরনের আবেদন শোনার কোনও এক্তিয়ারই নেই। অতএব, আইসিসি কর্তারা আর একদমই সময় নষ্ট করতে রাজি নন। তাই শনিবারই, টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে আইসিসি।

আইসিসি-র সংবিধান অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিআরসির কাছে আবেদন করতেই পারে। কিন্তু আইসিসি বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনওরকম শুনানির এক্তিয়ারই নেই এই কমিটির। এই প্রসঙ্গে আইসিসি-র একজন কর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘‘বাংলাদেশ ডিআরসিতে যেতেই পারে। কিন্তু পরিচালন সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল শুনানির ক্ষমতা ঐ কমিটির হাতে একেবারেই নেই।’’

সূত্রের খবর, এখনও যেহেতু বাংলাদেশ ভারতে না আসার সিদ্ধান্তে অটল, তাই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে পারে। 

বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়

বাংলাদেশের খেলার কথা থাকা সমস্ত ম্যাচগুলিতে তাদের পরাজিত বলে গণ্য করা হবে। এছাড়াও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া রাজস্বও আইসিসি বন্ধ করে দেবে বলে জানা গেছে।প্রসঙ্গত, আইসিসি-র বোর্ড সদস্যদের ভোটাভুটির নিরিখে ১৪-২ ব্যবধানে বাংলাদেশ পরাজিত হয়েছে। তারপরেও তাদের অনড় মনোভাব দেখে আইসিসি সভাপতি স্বয়ং জয় শাহ ক্ষুব্ধ বলেও জানা গেছে। নতুন করে তিনি আর কোনওরকম আলোচনাও চান না বলে খবর। 

অতএব শনিবার, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে আইসিসি। নিঃসন্দেহে কড়া মনোভাব নিতে চলেছেন আইসিসি কর্তারা। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য আরেকটি দলের নাম ঘোষণা করতে পারে আইসিসি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: আসন্ন আইপিএল-এর আগে ইতিহাস কী বলছে? রানের নিরিখে কিং কোহলির পরেই বাকিরা
IND vs NZ 2nd T20: নয়া রেকর্ড গড়লেন ঈশান কিষাণ, ২১ বলে হাফ সেঞ্চুরি? ভাঙলেন মাইলস্টোন