T20 World Cup: ক্রিকেটপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল কলকাতা এবং আহমেদাবাদে?

Published : Nov 09, 2025, 11:46 PM ISTUpdated : Nov 10, 2025, 01:41 AM IST
Eden Gardens (Photo: X/@IPL)

সংক্ষিপ্ত

T20 World Cup: সেমিফাইনালের জন্য ভাবা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। যদিও পাকিস্তান তাদের ম্যাচগুলি সব শ্রীলঙ্কার মাটিতে খেলবে।

T20 World Cup: পারদ চড়ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের। প্রসঙ্গত, আসন্ন টি২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে (t20 world cup 2026 schedule)। আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। আগামী সপ্তাহেই আইসিসি চূড়ান্ত ক্রীড়াসূচি প্রকাশ করবে বলে জানা যাচ্ছে (t20 world cup 2026 venue)।

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ইডেনে?

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেমিফাইনালের জন্য ভাবা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। যদিও পাকিস্তান তাদের ম্যাচগুলি সব শ্রীলঙ্কার মাটিতে খেলবে।

সেমিফাইনাল এবং ফাইনালে যদি পাকিস্তান না ওঠে, সেমিফাইনাল ম্যাচগুলি ভারতেই হবে বলে সূত্রের খবর। অন্যদিকে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। 

সেইসঙ্গে, একটি সেমিফাইনাল ম্যাচ ইডেনকেও দিতে চাইছে আইসিসি। উল্লেখ্য, মাত্র কয়েকদিন সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হিসেবে দায়িত্বে এসেছেন। এবার যদি ইডেন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল পেয়ে যায়, তাহলে তা নিঃসন্দেহে বড় বিষয় হতে চলেছে।

এদিকে এই মেগা প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচও হতে চলেছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। আইসিসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ দলের এই টুর্নামেন্টটি ২০২৪ সালের যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতো একই ফরম্যাটে হবে। 

কোথায় কোথায় খেলা হবে?

সমস্ত দলগুলিকে পাঁচটি করে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। টেস্ট খেলিয়ে ১৩টি দেশ সহ কোয়ালিফায়ার হিসেবে খেলতে নামবে কানাডা, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল, ওমান এবং নামিবিয়া। ইউরোপীয় দল ইতালি এই প্রথমবারের জন্য টি–২০ বিশ্বকাপে অংশ নিতে চলেছে।

ভারতের পাঁচটি শহর বিশ্বকাপ আয়োজনের জন্য অনুমোদন পেয়েছে। মুম্বই, দিল্লী, চেন্নাই, আহমেদাবাদ এবং কলকাতাকে নির্বাচন করা হয়েছে আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য। অন্যদিকে শ্রীলঙ্কার ক্ষেত্রে কলম্বোর দুটি স্টেডিয়াম এবং ক্যান্ডির একটি স্টেডিয়ামে খেলা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা