
IND vs WI Test Series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে খবর। উল্লেখ্য, আগামী মাসে ভারতে খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। রিপোর্ট অনুযায়ী, আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল এই সপ্তাহেই ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার বা বুধবার, টেস্ট দল ঘোষণা করা হবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২ অক্টোবর থেকে। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে সেই ম্যাচটি। সূত্রের খবর, ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীর এশিয়া কাপের জন্য দুবাইতে থাকায় নির্বাচক কমিটির বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার পর, নির্বাচক কমিটিতে আরপি সিং এবং প্রজ্ঞান ওঝাকে অন্তর্ভুক্ত করা হবে বলেও খবর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে করুণ নায়ার এবং অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে আন-অফিশিয়াল টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা করা দেবদূত পাডিক্কাল দলে আসতে পারেন বলে অনেকের ধারণা। তবে করুণ আদৌ টেস্ট দলে নিজের জায়গা ধরে রাখতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে, দেবদূত পাডিক্কাল অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে টেস্টে ১৫০ রান করে টেস্ট দলে জায়গা পাকা করার মতো জায়গায় রয়েছেন।
ইংল্যান্ড সিরিজে খেলা সাই সুদর্শনকে দলে আবার শ্রেয়স আইয়ারকে আদৌ টেস্ট দলে নেওয়া হবে কিনা, সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে শ্রেয়স রীতিমতো হতাশ করেছেন।
এশিয়া কাপ দলে জায়গা না পাওয়া যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল টেস্ট দলে ফিরতে পারেন। মনে করা হচ্ছে, ইংল্যান্ড সিরিজে খেলা একাধিক তারকা সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে যশপ্রীত বুমরারও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার কথা রয়েছে।
স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা দলে ফিরলে অক্ষর প্যাটেলকেও ডাকা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে দিল্লীতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।