Champions Trophy 2025: বিদেশি সমর্থকদের অপহরণের ছক IS জঙ্গিদের! নিরাপত্তা বাড়ল পাকিস্তানে

Subhankar Das   | AFP
Published : Feb 24, 2025, 07:26 PM IST
ICC Champions Trophy 2025

সংক্ষিপ্ত

দেশের নাম পাকিস্তান, আর হাজারো বিতর্ক। 

এমনই একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করল পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। জঙ্গিদের এমন পরিকল্পনার কথা জানতে পেরেই গোটা দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, নিরাপত্তার অভাব রয়েছে বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। স্বাভাবিকভাবেই পাকিস্তানে বিদেশি সমর্থকদের ভিড় অনেকটাই বেড়েছে। মোট সাতটি ক্রিকেট দল ছাড়াও বহু ক্রিকেটপ্রেমী এবং বিদেশি আধিকারিকরা গেছেন সেই দেশে। আর সেই সুযোগেই বড়সড় অপরাধের ছক কষছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।

পাক গোয়েন্দা দফতর সূত্রে খবর, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স অর্থাৎ ISKP-র সদস্যরা পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করার কথা ভাবছে। এমনকি, মুক্তিপণ হিসেবে বিরাট অঙ্কের অর্থ পেতেই এই অপহরণের ছক কষা হচ্ছে বলে জানা গেছে।

শুধু তাই নয়, অপহরণের পর বিদেশিদের আটকে রাখতে বিশেষ ‘সেফ হোমে’-রও নাকি ব্যবস্থা করেছে জঙ্গিরা। মূলত, শহরতলি এলাকায় থাকছে সেই সেফ হোমগুলি। কারণ, সেখানে সিসিটিভি বা অন্য কোনওরকম নজরদারি থাকেনা। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বিদেশিদের সরিয়ে নিয়ে যাবে জঙ্গিরা, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। আর এমন গোপন ছকের খবর পেয়েই দেশজুড়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। সেইসঙ্গে, জঙ্গিরা অপারেশন চালাতে পারে, এমন সবকটি জায়গায় নজরদারি চালাচ্ছেন আফগানিস্তানের গোয়েন্দারাও।

প্রধানত চিন এবং আরবের নাগরিকদেরকেই নিশানা করছে জঙ্গিগোষ্ঠীটি। আর এই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠছে দলগুলির নিরাপত্তা নিয়েও। কারণ, গত ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে হামলার কথাও মনে করিয়ে দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?