অ্যাশেজ ২০২৫-২৬: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ 'সন্তোষজনক নয়,' বার্তা আইসিসি-র

Published : Dec 30, 2025, 02:34 PM IST
Australia vs England MCG Test

সংক্ষিপ্ত

The Ashes, 2025-26: এবারের অ্যাশেজের প্রথম চার ম্যাচ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া (Australia)। তবে সিরিজ খোয়ালেও, সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে ইংল্যান্ড (England)।

DID YOU KNOW ?
কঠোর আইসিসি
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। কড়া রিপোর্ট দিয়েছেন ম্যাচ রেফারি।

Melbourne Cricket Ground: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলতি অ্যাশেজের (The Ashes, 2025-26) চতুর্থ টেস্ট ম্যাচের পিচ নিয়ে মোটেই খুশি নয় আইসিসি (ICC)। এই পিচকে 'সন্তোষজনক নয়' বলে আখ্যা দেওয়া হয়েছে। এমসিজি-কে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যা পাঁচ বছর কার্যকর থাকবে। দু'দিনের মধ্যেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের (Australia vs England) চতুর্থ ম্যাচ শেষ হয়ে গিয়েছে। দুই দল মিলিয়ে চার ইনিংসে মাত্র ১৪২ ওভার খেলা হয়েছে। এর মধ্যে ৩৬ উইকেটের পতন হয়েছে। এই ম্যাচে কোনও ব্যাটারই অর্ধশতরান পেরোতে পারেননি। এমসিজি-তে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জেফ ক্রো (Jeff Crowe)। তিনি পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই পিচ থেকে বোলাররা বেশি সুবিধা পেয়েছেন। ম্যাচ রেফারির রিপোর্টে বলা হয়েছে, ‘এমসিজি-র পিচ থেকে বোলাররা অত্যধিক সুবিধা পেয়েছে। ম্যাচের প্রথম দিন ২০ উইকেটের পতন হয়। দ্বিতীয় দিন ১৬ উইকেটে পতন হয়। কোনও ব্যাটারই অর্ধশতরানে পৌঁছতে পারেননি। আইসিসি-র নির্দেশিকা অনুযায়ী পিচ সন্তোষজনক নয়। ফলে এই মাঠকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।’

পারথের পর মেলবোর্নেও দ্রুত শেষ ম্যাচ

পারথে (Perth) চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দু'দিনের মধ্যে শেষ হয়ে যায়। এরপর চতুর্থ টেস্ট ম্যাচও দু'দিনের মধ্যেই শেষ হয়ে গেল। একই সিরিজে দু'বার টেস্ট ম্যাচ দ্রুত শেষ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পারথের পিচ নিয়ে খারাপ কোনও রিপোর্ট দেয়নি আইসিসি। তবে মেলবোর্নের পিচ নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর চাপ তৈরি হয়েছে।

সিডনিতে শেষ ম্যাচ

চার ম্যাচের পর চলতি অ্যাশেজের ফল ৩-১। এমসিজি-তে বিতর্কিত পিচে জয় পেয়ে ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড। ৪ জানুয়ারি সিডনিতে (Sydney) সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। এই ম্যাচ জিতে সিরিজের ফল ২-৩ করাই ইংল্যান্ডের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি অ্যাশেজে দু'টি টেস্ট ম্যাচ ২ দিনে শেষ হয়ে গিয়েছে।
পারথে চলতি অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচ এবং মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচে ২ দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

'সূর্যকুমার যাদব প্রায়ই মেসেজ পাঠাতেন,' চাঞ্চল্যকর দাবি এই বাঙালি অভিনেত্রীর
গৌতম গম্ভীরকে বরখাস্ত করবে বিসিসিআই? অবস্থান স্পষ্ট করে দিলেন রাজীব শুক্লা