গৌতম গম্ভীরকে বরখাস্ত করবে বিসিসিআই? অবস্থান স্পষ্ট করে দিলেন রাজীব শুক্লা

Published : Dec 30, 2025, 11:14 AM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

Gautam Gambhir: গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে ফল ভালো হচ্ছে না। এই কারণে টেস্ট দলের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে বলে জল্পনা চলছে। তবে বিসিসিআই (BCCI) সে কথা অস্বীকার করেছে।

DID YOU KNOW ?
১০ ম্যাচে হার ভারতের
গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর ভারতীয় দল ১০টি টেস্ট ম্যাচে হেরে গিয়েছে। ফলে তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে।

Indian Cricket Team: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পরিবর্তে ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) ভারতের টেস্ট দলের নতুন প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে যে জল্পনা শুরু হয়েছে, সে বিষয়ে মুখ খুলেছেন বিসিসিআই (BCCI) শীর্ষকর্তারা। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia) গম্ভীরকে সরিয়ে দেওয়ার জল্পনা খারিজ করে দিয়েছেন। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও দাবি করেছেন, গম্ভীরকে সরিয়ে দেওয়া বা ভারতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগের কোনও পরিকল্পনা নেই। শুক্লার কথায়, ‘সংবাদমাধ্যমে আমাদের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। আমি সে বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিতে চাই। বিসিসিআই সচিবও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। নতুন প্রধান কোচ হিসেবে কাউকে নিয়োগ করারও পরিকল্পনা নেই।’

৮ মাস টেস্ট ক্রিকেট খেলবে না ভারতীয় দল

২০২৬ সালের অগাস্ট পর্যন্ত ভারতীয় দল কোনও টেস্ট ম্যাচ খেলবে না। অগাস্টে শ্রীলঙ্কা (Sri Lanka) সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর নিউজিল্যান্ড (New Zealand) সফরে গিয়েও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) ভারতীয় দলের শেষ সিরিজ অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। ২০২৭ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। বর্ডার-গাভসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) পাঁচটি টেস্ট ম্যাচ হবে।

কঠিন লড়াই ভারতের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণের ফাইনাল খেলেছিল ভারতীয় দল। কিন্তু দু'বারই হেরে যায় ভারত। গতবার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় দল। এবার ফাইনালে পৌঁছতে হলে বাকি নয়টি ম্যাচের মধ্যে অন্তত সাতটি ম্যাচে জয় পেতেই হবে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচ জেতা অত্যন্ত কঠিন। ফলে এবারও ভারতীয় দলের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনো প্রায় অসম্ভব। এই কারণেই গম্ভীরকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আগামী ৮ মাস টেস্ট ক্রিকেট খেলবে না ভারতীয় দল।
২০২৬ সালের অগাস্টের আগে পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ খেলবে না ভারতীয় দল। আপাতত শুধু সীমিত ওভারের ম্যাচই খেলবে।
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay Hazare Trophy 2025: চণ্ডীগড়ের বিরুদ্ধে ৬ উইকেটে জয় বাংলার, বিজয় হাজারেতে ছুটছে বঙ্গ ব্রিগেড
Shan Masood: ইনজামাম উল হকের তিন দশকের পুরনো নজির ভেঙে নয়া মাইলফলক ছুঁলেন শান মাসুদ