অ্যাশেজ ২০২৫-২৬: সিডনিতে পঞ্চম টেস্টেও জয়, সিরিজের ফল ৪-১ করে দিল অস্ট্রেলিয়া

Published : Jan 08, 2026, 04:18 PM IST
Australia vs England Ashes 2025

সংক্ষিপ্ত

The Ashes, 2025-26: এবারের অ্যাশেজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজ দখল করে নেয় অস্ট্রেলিয়া (Australia vs England)। তারপর চতুর্থ টেস্ট ইংল্যান্ড জয় পেলেও, পঞ্চম ম্যাচে ফের জয় পেল অসিরা। ফলে সিরিজের ফল হল ৪-১।

DID YOU KNOW ?
নেতৃত্ব হারাবেন স্টোকস?
এবারের অ্যাশেজে ইংল্যান্ড পর্যুদস্ত হওয়ার পর নেতৃত্ব হারাতে পারেন বেন স্টোকস। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Australia vs England: বাজবল (Bazball) কোনও কাজেই লাগল না। এবারের অ্যাশেজে ইংল্যান্ডকে দুরমুশ করে ৪-১ ফলে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সিডনিতে (Sydney) সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে পাঁচ উইকেটে জয় পেল স্টিভ স্মিথের (Steven Smith) দল। দ্বিতীয় ইনিংসে ১৬০ রানের টার্গেট তুলে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ১২১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলেন স্মিথরা। তবে তারপর অ্যালেক্স কেরি (Alex Carey) ও ক্যামেরন গ্রিন (Cameron Green) ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয় এনে দিলেন। প্রথম তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচ জিতে সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করে ইংল্যান্ড। সিডনিতেও লড়াই করল বেন স্টোকসের (Ben Stokes) দল। কিন্তু তাতে কোনও লাভ হল না।

পরপর অ্যাশেজ হার ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার মাটিতে টানা চতুর্থবার অ্যাশেজ সিরিজে হেরে গেল ইংল্যান্ড। গত ১৫ বছর অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র একবার টেস্ট ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। তারা ২০১৫ সালে শেষবার অ্যাশেজ সিরিজ দখল করতে পেরেছিল। তারপর থেকে পাঁচবারের চেষ্টায় আর অ্যাশেজ জিতে পারেনি। এবার অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে পর্যুদস্ত হলেন স্টোকসরা, তারপর তাঁদের দেশেই তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সিডনিতে ব্যাটারদের দাপটে জয় অস্ট্রেলিয়ার

সিডনিতে এবারের অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৮৪ রান করে ইংল্যান্ড। এরপর প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৫৬৭ রান। তখনই চাপে পড়ে যায় ইংরেজরা। এরপর তারা দ্বিতীয় ইনিংসে করে ৩৪২ রান। দ্বিতীয় ইনিংসে কিছুটা চাপে পড়ে গেলেও, শেষপর্যন্ত সহজ জয়ই পেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ট্রেভিস হেডের (Travis Head) ১৬৩ এবং স্মিথের ১৩৮ রান অসিদের জয় সহজ করে দিল। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১৬০ রান করেন জো রুট (Joe Root)। দ্বিতীয় ইনিংসে ১৫৪ রান করেন জ্যাকব বেথেল (Jacob Bethell)। কিন্তু এই দুই ব্যাটারের লড়াই কাজে লাগল না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৫
২০১৫ সালের পর থেকে আর অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড।
২০১৫ সালে শেষবার অ্যাশেজ সিরিজে জয় পেয়েছিল ইংল্যান্ড। তারপর থেকে পরপর জয় পেয়ে আসছে অস্ট্রেলিয়া।
Read more Articles on
click me!

Recommended Stories

ডব্লুপিএল ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় আরসিবি-র
সরে যেতে চলেছে ভারতীয় স্পনসর, আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের