অণ্ডকোষে জটিল সমস্যার জন্য অস্ত্রোপচার, টি-২০ বিশ্বকাপে অনিশ্চিত তিলক ভার্মা

Published : Jan 08, 2026, 03:00 PM IST
Tilak Varma

সংক্ষিপ্ত

Tilak Varma Surgery: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে তিলক ভার্মার অসুস্থতা ভারতীয় দলের পক্ষে খারাপ খবর। এই নির্ভরযোগ্য ব্যাটার কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনই বলা যাচ্ছে না।

DID YOU KNOW ?
আসন্ন টি-২০ বিশ্বকাপ
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে তিলক ভার্মার পক্ষে সুস্থ হয়ে ওঠা কঠিন।

India vs New Zealand T20 Series: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপই ভারতীয় দলের প্রস্তুতির শেষ মঞ্চ। কিন্তু অসুস্থতার জন্য এই সিরিজে খেলতে পারছেন না তিলক ভার্মা। অণ্ডকোষের মধ্যে থাকা শুক্রাণু বহনকারী নালীতে সমস্যার জন্য তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছে। এই কারণে তাঁকে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ শুরু হচ্ছে ২১ জানুয়ারি। তার মধ্যে সুস্থ হয়ে উঠে তিলকের পক্ষে মাঠে ফেরা সম্ভব হবে না। ফলে টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার মধ্যে তিলক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে মাঠে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

হঠাৎই অসুস্থ তিলক

২৩ বছর বয়সি বাঁ হাতি ব্যাটার তিলক হায়দরাবাদের (Hyderabad) হয়ে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ম্যাচ খেলার জন্য রাজকোটে (Rajkot) ছিলেন। সেখানে তিনি হঠাৎই অণ্ডকোষে তীব্র যন্ত্রণা অনুভব করেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যান করানোর পর অণ্ডকোষের জটিল সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা বলেন, অবিলম্বে অস্ত্রোপচার না করালে সমস্যা বাড়বে। সে কথা শুনে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার। অস্ত্রোপচার সফল হয়েছে। এখন যন্ত্রণা কমেছে। আপাতত বিশ্রামে থাকতে হবে তিলককে

টি-২০ বিশ্বকাপে খেলা কার্যত অসম্ভব

চিকিৎসকরা জানিয়েছেন, তিলককে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। টি-২০ বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। ফলে এই তরুণ ব্যাটারের পক্ষে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপে খেলা সম্ভব হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। বিসিসিআই (BCCI) এখনই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করছে না। তবে পরিস্থিতি যা তাতে তিলকের পরিবর্ত হিসেবে অন্য কাউকে ভারতীয় দলে নিতেই হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অস্ত্রোপচারের পর ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে তিলক ভার্মা।
অণ্ডকোষে জটিল সমস্যার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে তিলক ভার্মাকে। এই ব্যাটারকে ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
Read more Articles on
click me!

Recommended Stories

ডব্লুপিএল ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় আরসিবি-র
সরে যেতে চলেছে ভারতীয় স্পনসর, আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের