রোহিত সেই সময়, শামির হাঁটুর ফোলাভাবের কথা বললেও, শামিকে পরে বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে ফিট দেখা যায়। টিম ম্যানেজমেন্ট চেয়েছিল যে, তিনি বর্ডার-গাভাসকার ট্রফির আগে ফিট হয়ে জযা। কিন্তু তিনি বিজ্ঞাপনের শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন, যা ম্যানেজমেন্টকে অসন্তুষ্ট করে।