ফের পথের কাঁটা ট্রেভিস হেড, জসপ্রীত বুমরার ৫ উইকেটেও ব্রিসবেনে কোণঠাসা ভারত

Published : Dec 15, 2024, 02:36 PM ISTUpdated : Dec 15, 2024, 03:32 PM IST
Travis Head

সংক্ষিপ্ত

অ্যাডিলেড টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় দল। ব্রিসবেনেও কি একই ফল হতে চলেছে? রবিবার দ্য গাব্বায় ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করল, তাতে ভারতীয় দল চাপে।

ব্রিসবেনের দ্য গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটাররা হুঙ্কার ছেড়েছিলেন, তাঁরা এই সিরিজকে ৩ ম্যাচের ভেবেই এই ম্যাচে খেলতে নামছেন। ফলে আশা করা হয়েছিল, এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া ভারতীয় দল। কিন্তু কার্যক্ষেত্রে উল্টো ছবি দেখা গেল। ব্রিসবেনে প্রথম দিন বৃষ্টির জন্য মাত্র ৮০ বল খেলা হয়। দ্বিতীয় দিন ভালোভাবে খেলা হল এবং ম্যাচে আধিপত্য বিস্তার করল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪০৫। ফের ভারতের বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন ট্রেভিস হেড। দুর্দান্ত ইনিংস খেললেন স্টিভ স্মিথ। এই জুটিই ভারতীয় দলকে কোণঠাসা করে দিল।

জোড়া শতরানে বিপাকে ভারত

রবিবার ৭৫ রানের মধ্যে উসমান খাজা (২১), নাথান ম্যাকস্যুইনি (৯) ও মার্নাস লাবুশেনকে (১২) আউট করে ভালো জায়গায় পৌঁছে যায় ভারতীয় দল। কিন্তু এরপর হেড-স্মিথের জুটিতে যোগ হয় ২৪১ রান। স্মিথ করেন ১০১ রান। হেড করেন ১৫২ রান। মিচেল মার্শ (৫) অবশ্য দ্রুত আউট হয়ে যান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করেন ৪৫ রান। দিনের শেষে ৪৫ রান করে অপরাজিত অ্যালেক্স কেরি। ৭ রান করে অপরাজিত মিচেল স্টার্ক।

বুমরার ৫ উইকেট

ভারতের বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা ছাড়া কেউই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। ৯৭ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৬৫ রান দিয়ে ১ উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি। আকাশ দীপ, রবীন্দ্র জাডেজা এখনও উইকেট পাননি। ফলে এই ম্যাচে চালকের আসনে অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ব্রিসবেনের আবহাওয়া নিয়ে আশঙ্কাই সত্যি হল, গাব্বা টেস্টের প্রথম সেশনেই খেলায় বিঘ্ন

হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, পাল্টা টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না পিসিবি

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?