আবারও ঝোড়ো ব্যাটিং উর্ভিল প্যাটেলের! মাত্র ৩৬ বলেই দুর্দান্ত সেঞ্চুরি, সংগ্রহে ১১৫ রান

প্রথমে ব্যাট করে উত্তরাখণ্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে। 

সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-২০ প্রতিযোগিতায় ব্যাটিংয়ে ঝড় তুললেন গুজরাতের উইকেটরক্ষক ব্যাটার উর্ভিল প্যাটেল। ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার, উত্তরাখণ্ডের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন তিনি। শেষপর্যন্ত, ৪১ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর দুর্দান্ত ইনিংসের সুবাদে গুজরাত উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারিয়েছে।

প্রথমে ব্যাট করে উত্তরাখণ্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। জবাবে মাত্র ১৩.১ ওভারে, ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় গুজরাত। আর্য দেশাই করেন ১৩ বলে ২৩ রান এবং অভিষেক আর দেশাই করেন ৭ বলে ১৪ রান। অন্যদিকে, অক্ষর প্যাটেল ১৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। নিজের ১১৫ রানের ইনিংসে উর্ভিল ১১টি ছক্কা এবং ৮টি চার মারেন। আর এই জয়ের সুবাদে গ্রুপ ‘বি’ তে ৬টি ম্যাচের মধ্যে ৫টি জিতে শীর্ষে উঠে এল গুজরাত। উল্লেখ্য, প্রথম ম্যাচে বরোদার কাছে হারের পর টানা ৫টি ম্যাচ জিতেছেন তারা।

Latest Videos

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Biswas Brothers-দের ধুয়ে যা বললেন Agnimitra Paul #shorts #agnimitrapaul #latestnews
'পশ্চিমবঙ্গের মুসলমানরা কেন চুপ?' | Sukanta Majumdar #shorts #sukantamajumdar #bangladeshcrisis
চেপে ধরলেন শুভেন্দু! Waqf Bill নিয়ে 'মিথ্যা' ভাষণ মমতার! পাল্টা শুভেন্দুর | Suvendu Adhikari
Bangladesh আবহে এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী, দেখুন কী বলছেন Himanta Biswa Sarma
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh