ICC: দায়িত্ব নিয়েই একেবারে দাবাং মোডে জয় শাহ! নিয়ম ভাঙার অপরাধে বন্ধ করে দিলেন ক্রিকেট লিগ?

আইসিসি-র নিয়মানুযায়ী, কোনও দেশের ক্রিকেট লিগে যেকোনও দলের প্রথম একদশে অন্তত ৭জন দেশীয় ক্রিকেটার খেলাতেই হয়।

আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই কড়া সিদ্ধান্ত নিলেন জয় শাহ। কার্যত, দাবাং মোডে তিনি।

দেশ-বিদেশের মাটিতে বিভিন্ন টি-২০ ক্রিকেট লিগ এবং টি-১০ ক্রিকেট লিগ নিয়ে এক বছর আগেই কড়া নিয়ম বলবৎ করেছে আইসিসি। এবার তার কোপে পড়ল ন্যাশনাল ক্রিকেট লিগ।

Latest Videos

আমেরিকার এই লিগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে আইসিসি। প্রথম একাদশে দেশীয় প্লেয়ারদের সংখ্যা নিয়ে নিয়ম না মানা সহ একাধিক কারণে এই শাস্তির মুখে পড়েছে এনসিএল।

আইসিসি-র নিয়মানুযায়ী, কোনও দেশের ক্রিকেট লিগে যেকোনও দলের প্রথম একদশে অন্তত ৭জন দেশীয় ক্রিকেটার খেলাতেই হয়। কিন্তু আইসিসি-র কথায়, আমেরিকার ক্রিকেট লিগে এই নিয়ম অনেকক্ষেত্রেই মানা হয়নি।

এমনকি, একাধিকবার ৬-৭ জন বিদেশি ক্রিকেটারকে খেলতে দেখা গেছে বলে অভিযোগ সামনে এসেছে। এছাড়া পিচ নিয়েও একাধিক অভিযোগ উঠেছে। বিশেষ করে ড্রপ ইন পিচের অবস্থা এতটাই খারাপ যে, পেসারদের স্পিন বল পর্যন্ত করতে হয়েছে।

শুধু তাই নয়, আমেরিকার অভিবাসন নিয়ম লঙ্ঘনের মতো সমস্যাও সামনে এসেছে। অনেক ক্রিকেটারই এই লিগে অংশগ্রহণ করার জন্য উপযুক্ত স্পোর্টস ভিসা পাননি। যে ভিসার জন্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করতে হয় প্রত্যেককে। আর এই ভিসা না থাকায় তাদের খরচ অনেক কমেছে ঠিকই, কিন্তু আইসিসিকে সামলাতে হয়েছে আর্থিক ক্ষতি। এছাড়া লিগ চালানোর পদ্ধতি নিয়েও একাধিক সমস্যা উঠে এসেছে।

ফলে, ন্যাশনাল ক্রিকেট লিগের উপর নিষেধাজ্ঞা নেমে এসেছে। ভবিষ্যতে কোনওরকম টি-২০ এবং টি-১০ ক্রিকেট লিগ আয়োজন করতে পারবে না তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ফের হবে লকডাউন? চিনে দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস! আতঙ্ক ভারতেও? | HMPV Virus News |China New Virus
বিনা পাসপোর্টে আসা! Nadia-র Kalyani থেকে ফের পাকড়াও ২ Bangladeshi অনুপ্রবেশকারী | North 24 Parganas
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla
‘Bangladesh যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের বোঝাতে হবে’ Suvendu Adhikari-র চরম হুঁশিয়ারি Yunus-কে
এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস | Weather Update Today