পতৌদি-শর্মিলা, বিরাট-অনুষ্কা, রাহুল-আথিয়া, রূপকথার মতোই ক্রিকেটার-অভিনেত্রীদের প্রেম

ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন নয়। ভিভ রিচার্ডস-নীনা গুপ্তা থেকে শুরু করে ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের সম্পর্কের উদাহরণ অনেক আছে। এখন ভারতীয় দলে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যেও একাধিক ক্রিকেটারের সঙ্গে অভিনেত্রীদের বিয়ে হয়েছে।

Web Desk - ANB | Published : Feb 14, 2023 5:22 AM IST
17
টিনসেল টাউনে বিখ্যাত হয়ে আছে শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদির প্রেমকাহিনী

১৯৬৮ সালের ডিসেম্বরে বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদির বিয়ে হয়। তাঁদের প্রেমকাহিনী এখনও বলিউড ও ক্রিকেট মহলে চর্চার বিষয়। 

27
পার্টিতে আলাপ থেকে প্রেম, সুখে দিন কাটাচ্ছেন জাহির খান-সাগরিক ঘাটগে

'চক দে ইন্ডিয়া'-খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বলিউডের একটি পার্টিতে আলাপ হয় জাহির খানের। যুবরাজ সিংয়ের বিয়ে তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপরেই জাহির-সাগরিকার প্রেম নিয়ে শুরু হয় জল্পনা। ২০১৭ সালের এপ্রিলে তাঁদের বাগদান হয়। এরপর সে বছরেরই নভেম্বরে তাঁদের বিয়ে হয়।

37
মিউজিক ভিডিওতে দেখে মুগ্ধতা, দুসরায় গীতা বসরাকে বোল্ড হরভজন সিংয়ের

একটি মিউজিক ভিডিওতে গীতা বসরাকে প্রথম দেখেন হরভজন সিং। তারপর থেকেই তিনি এই অভিনেত্রীর সঙ্গে আলাপের চেষ্টা শুরু করেন। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর সেই সুযোগ আসে। এই অফস্পিনারকে অভিনন্দন জানান গীতা। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু। ২০১৫ সালের নভেম্বরে জলন্ধরে তাঁদের বিয়ে হয়।

47
২০১১ সালে বিশ্বকাপ জেতার পরেই হ্যাজেল কিচের হাসিতে বোল্ড যুবরাজ সিং

২০১১ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যুবরাজ সিং। ভারতকে দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেন যুবরাজ। সে বছরই এক বন্ধুর জন্মদিনের পার্টিতে হ্যাজেল কিচের সঙ্গে তাঁর আলাপ হয়। সাড়ে ৩ বছর পর শুরু হয় তাঁদের প্রেম। ২০১৫ সালে বালিতে হ্যাজেলকে বিয়ের প্রস্তাব দেন যুবরাজ। ২০১৬ সালের নভেম্বরে তাঁদের বিয়ে হয়।

57
বিজ্ঞাপনের শ্যুটিংয়ে আলাপ, রূপকথার মতো প্রেম, বিয়ে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার

একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে অনুষ্কা শর্মার সঙ্গে আলাপ হয় বিরাট কোহলির। এরপর শুরু হয় তাঁদের প্রেম। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাঁদের। সেই সময় ভারতের ম্যাচ দেখতে স্টেডিয়ামেও যেতেন অনুষ্কা। বিরাট খারাপ খেললে তাঁকে ক্রিকেটপ্রেমীদের আক্রমণের মুখেও পড়তে হত। ২০১৫ সালের বিশ্বকাপে ভারত হেরে যাওয়ার পর চরম আক্রমণের মুখে পড়তে হয় অনুষ্কাকে। ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন তাঁরা।

67
স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচকে নতুন করে বিয়ে করছেন হার্দিক পান্ডিয়া

মুম্বইয়ের একটি নাইট ক্লাবে নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে আলাপ হয় হার্দিক পান্ডিয়ার। এরপর শুরু হয় তাঁদের প্রেম। ২০২০ সালের মে মাসে তাঁদের বিয়ে হয়। তবে এবারের ভ্যালেন্টাইনস ডে-তে রাজস্থানের উদয়পুরে নতুন করে বিয়ে করছেন তাঁরা।

77
বন্ধুর সৌজন্যে আলাপ, ৩ বছর প্রেমের পর বিয়ে কে এল রাহুল-আথিয়া শেট্টির

সম্প্রতি বিয়ে করেছেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি। ২০১৯ সালে শুরু হয় তাঁদের সম্পর্ক। এক বন্ধুর সৌজন্যে আলাপ হয়। ৩ বছর প্রেমের পর তাঁরা বিয়ে করলেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos